আপনি কি ভ্রমনরসিক? তাহলে এই প্রতিবেদনটি কেবল মাত্র আপনার জন্যে। অক্টোবর মাস চলে এসেছে, সাথে করে নিয়ে এসেছে একরাশ উৎসব। আর উৎসবের মরশুম মানেই ছুটির শুরওয়াত! আর আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে আপনার জন্যে আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) নিয়ে এলো এক দারুন অফার!
ধর্মপ্রেমী মানুষের জীবনে একবার হলেও সাধ থাকে কেদারনাথ, বদ্রিনাথ, বৈষ্ণো দেবী (Vaishno Devi), অমরনাথ যাত্রা করার। এবার পুজোর ছুটিতে কি আপনি আপনার মনোস্কামনা পূরণ করতে চান? তাহলে আর চিন্তা নয়, আপনি যদি এই বছর বৈষ্ণো দেবী ভ্রমণের পরিকল্পনা করছেন তবে আইআরসিটিসির তরফে একটি দারুণ প্যাকেজ আনা হয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্যাকেজটি সংক্রান্ত তথ্য।
আইআরসিটিসির এই বৈষ্ণো দেবী যাত্রা প্যাকেজের জন্য আপনাকে ন্যূনতম ৬৭৯৫ টাকা খরচ করতে হবে। হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র ৭০০০ টাকার মধ্যেই হয়ে যাবে আপনার গোটা টুর। এই ট্যুর প্যাকেজটি শুরু হচ্ছে নয়া দিল্লি রেলওয়ে স্টেশন থেকে।
আরও পড়ুনঃ বাড়ির সামনে জায়গা থাকলেই মালামাল! শুরু করুন গাড়ি চার্জিংয়ের ব্যবসা, রইল খুঁটিনাটি
এখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস ভ্রমণকারীকে কাটরা রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে যায়। সপ্তাহের মঙ্গলবার দিনটি ছাড়া প্রতিদিন সকাল ৬ টায় শুরু হয় এই যাত্রা। আপনার থাকার ও খাবার ব্যবস্থা করছে ভারতীয় রেল। একজন যাত্রীর জন্য ৯১৪৫ টাকা দিয়ে এই প্যাতেজ বুক করতে হবে।
দুই জনের জন্য বুকিং করতে গেলে জনপ্রতি ৭৬৬০ টাকা খরচ করতে হবে। তিন জনের জন্য বুকিং করতে, খরচ করতে হবে জনপ্রতি ৭২৯০ টাকা। ৫ থেকে ১১ বছরের মধ্যে একজন শিশুর জন্যও পৃথক টিকিট কিনতে হবে। বেড সহ প্রতি শিশুর জন্য ৬০৫৫ টাকা খরচ করতে হবে। বেড ছাড়া খরচ পড়বে শিশু প্রতি ৫৫৬০ টাকা।
এই প্যাকেজ বুক করতে চাইলে IRCTC-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। প্যাকেজ সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য নিকটস্থ ট্র্যাভেল এজেন্সিতেও যেতে পারেন।