কলকাতা মেট্রোর (Kolkata Metro) নর্থ-সাউথ ব্লু লাইন এবার যাত্রীদের জন্য আরও স্বস্তির খবর নিয়ে এল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নতুন মেট্রো পরিষেবার সূচনা হয়েছে। এর ফলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত একটানা মেট্রো পাওয়া যাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিপুল সংখ্যক যাত্রী এখন মেট্রো ব্যবহার করছেন। একইসঙ্গে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু হওয়ায় যাত্রীসংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে বাড়তি যাত্রীর চাপ সামলাতে নর্থ-সাউথ করিডর অর্থাৎ ব্লু লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী সোমবার থেকে দৈনন্দিন পরিষেবায় বাড়তি ২২টি মেট্রো যোগ করা হচ্ছে। এর ফলে বর্তমান ২৬২-এর বদলে প্রতিদিন ২৮৪টি মেট্রো চলবে। ফলে অতিরিক্ত ট্রেনের থাকার জন্য ভিড় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীদের যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যময়।
পরিষেবার সময়সূচির ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রতিদিন সর্বপ্রথম মেট্রো ধরতে পারবেন সকাল ৬টা ৫০ মিনিটে। এই ট্রেনটি রওনা দেবে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর থেকেও প্রায় একই সময়ে, সকাল ৬টা ৫৫ মিনিটে ট্রেন ছাড়বে। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো বেরোবে সকাল ৬টা ৫৪ মিনিটে। দিনের শেষের দিকেও সুবিধা থাকছে যাত্রীদের জন্য। রাত ৯টা ৩৪ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো শহিদ ক্ষুদিরামের দিকে যাবে। শহিদ ক্ষুদিরাম থেকেও শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৪ মিনিটে। তবে দমদমগামী শেষ ট্রেন শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে রাত ৯টা ৪৪ মিনিটে।
বিশেষজ্ঞদের মতে, শিয়ালদা মেট্রো চালু হওয়ায় নর্থ-সাউথ লাইনে ভিড় আরও বাড়তে বাধ্য। কারণ লোকাল ট্রেনে শিয়ালদা আসা যাত্রীরা এখন সহজেই ব্লু লাইনে মেট্রো ধরতে পারবেন। সেইসঙ্গে এয়ারপোর্ট রুট চালু হওয়ায় যাত্রীদের একাংশ ওই পথ ব্যবহার করলেও তাঁদের চাপও ব্লু লাইনে এসে পড়বে। সব দিক ভেবেই এবার ট্রেন সংখ্যা বাড়িয়ে দিল কর্তৃপক্ষ, যাতে যাত্রীরা ভোগান্তিতে না পড়েন।
এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কলকাতার হাজার হাজার নিত্যযাত্রীর জন্য বড়সড় স্বস্তির খবর, বিশেষ করে অফিস সময়ে। মেট্রো দপ্তরের আশা, অতিরিক্ত ট্রেনের ফলে ভিড় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীদের যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যময়।