ভোরবেলায় বাড়ি ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক শিক্ষক (Teacher)। বেলঘরিয়ার নন্দননগর এলাকায় প্রকাশ্যে মদ্যপান করা নিয়ে প্রতিবাদ জানাতেই তাঁকে ঘিরে ধরে একদল যুবক ও এক তরুণী শুরু হয়ে বেধড়ক মারধর। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার পর থেকেই এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনায় আক্রান্ত নিরুপম পাল নামে ওই শিক্ষক জানান, ভোর ছ’টা নাগাদ তিনি বাইক নিয়ে ফিরছিলেন। মুখোমুখি হন রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক ও এক তরুণীর। তাঁরা প্রকাশ্যে মদ্যপান করছিলেন। বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানান। শুরু হয় তর্কাতর্কি, যা মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে গড়ায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই তরুণী হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সরাসরি শিক্ষকের উপর ঝাঁপিয়ে পড়েন। এরপর বাকি যুবকরাও ঘিরে ধরে শিক্ষকের ওপর চড়, ঘুষি ও কিল চালাতে থাকে।
পুলিশের তদন্ত শুরু
আক্রান্ত পরিবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বেলঘরিয়া থানার তদন্তকারীরা দোষীদের শনাক্ত করতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। তবে ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছাড়ে বলে জানা গিয়েছে। তাঁদের সন্ধানে নেমেছে পুলিশ।
স্থানীয় প্রশাসনের বক্তব্য
ঘটনার খবর পেয়ে বেলঘরিয়ার স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সাহা আক্রান্ত শিক্ষকের বাড়ি গিয়ে দেখা করে আসেন। তিনি বলেন, আইন ভঙ্গকারীদের যথাযথ শাস্তি দেওয়া হবে। “একজন শিক্ষক আক্রান্ত হয়েছেন— এটা দুঃখজনক। তবে সাধারণ মানুষও যদি প্রতিবাদ করেন, তাঁদের ওপর হামলা অমানবিক,” মন্তব্য কাউন্সিলরের। তিনি দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দেন।
এলাকায় উত্তেজনা
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীষণ ক্ষোভ জমেছে। তাঁদের অভিযোগ, এলাকায় নিয়মিত রাত-বিরেতে মদ্যপান ও গোলমাল চলে। সঠিক নজরদারি না থাকায় একাধিক সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ চাইছেন, কড়া পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হোক।
ঘটনার পর থেকে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। সবাই চাইছেন, দোষীরা শাস্তি পাক এবং একই সঙ্গে এলাকায় নিরাপত্তার কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।