পুজোর মরশুম মানেই বাংলা বিনোদন (Bengali entertainment) জগৎ রঙিন হয়ে ওঠে নতুন নতুন অনুষ্ঠানে। তবে এবারের উৎসবের আগে টেলিভিশন দুনিয়ায় বইছে ভিন্ন হাওয়া। দর্শকের জন্য নতুন গল্প নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জি বাংলা, সেই সঙ্গেই বিদায় নিতে চলেছে দু’টি সিরিয়াল। ফলে টেলিপাড়ার আড্ডায় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়, কোন কোন ধারাবাহিক শেষ হচ্ছে, আর কোনগুলি নতুন করে শুরু হবে।
টলিপাড়ার খবর অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলিতে চ্যানেলের বেশির ভাগ সিরিয়ালের রেটিং নজর কাড়তে পারেনি। ব্যতিক্রম একমাত্র ‘জগদ্ধাত্রী’, যা এখনও প্রথম সারির লড়াই বজায় রেখেছে। কিন্তু বাকি ধারাবাহিকগুলি প্রতিযোগী চ্যানেল স্টার জলসার সঙ্গে পাল্লা দিতে গিয়ে পিছিয়ে পড়েছে। এমন অবস্থায় চ্যানেল কর্তৃপক্ষ দর্শকদের ধরে রাখতে নতুন কনটেন্টের দিকে ঝুঁকেছে।
এই প্রেক্ষিতেই বন্ধ হতে চলেছে দুটি সিরিয়াল— ‘মিত্তির বাড়ি’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। জানা গিয়েছে, ‘মিত্তির বাড়ি’র শেষ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, শেষ দিনের কাজ শেষে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনয়শিল্পী থেকে শুরু করে পুরো টিম। অন্যদিকে ‘কোন গোপনে মন ভেসেছে’-র ক্ষেত্রেও দিন গুনছেন অভিনেতারা। শোনা যাচ্ছে, ২৬শে অগাস্ট হবে এই ধারাবাহিকের শেষ শুটিং, আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পর্দায় আসবে এর বিদায়পর্ব। তবে এখনও অফিসিয়ালি কিছু জানা যায়নি।
তাছাড়া দুঃখের সঙ্গেই আসছে নতুন আশার আলো।আগামী ২৫শে অগাস্ট থেকে শুরু হতে চলেছে একেবারে নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’। এটা টেলিভিটিনে সম্প্রচারিত হবে রাত সাড়ে নটার নাগাদ। পাশাপাশি আসতে চলেছে আরও এক নতুন সিরিয়াল যেখানে জনপ্রিয় মুখ শ্রুতি এবং আরাত্রিকাকে দেখা যাবে দুই বোনের চরিত্রে। ফলে পুজোর আগে দর্শকদের জন্য চ্যানেল আবারও ভরসার হাত বাড়িয়ে দিচ্ছে নতুন প্লট এবং নতুন চরিত্রের মাধ্যমে।
সব মিলিয়ে, জি বাংলার দর্শকদের আবেগে ধাক্কা থাকলেও সামনে যে বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, তা বলাই যায়। পুরনো চরিত্র বিদায় নিলেও নতুন মুখ আর নতুন কাহিনি যে টেলিপাড়ার গল্পের চাকা আবার ঘুরিয়ে দেবে, সেই আশা ভরসাতেই বুক বাঁধছেন দর্শকরা।