একসময় ঝিল্লি-ঋষির মিষ্টি সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় (Telepara) এবং দর্শকের মনে তৈরি হয়েছিল উত্তেজনা। প্রতিদিন সন্ধেয় দর্শকেরা অপেক্ষা করতেন— এবার নতুন মোড়ে কোথায় গড়াবে তাদের গল্প? কিন্তু এখন সেই কাহিনিকে ঘিরেই শুরু হয়েছে ভিন্নরকম জল্পনা কল্পনা।
২০২৪ সালের জুলাইয়ে ‘তেঁতুলপাতা’র প্রথম যাত্রা শুরু। প্রথম থেকেই গল্পে ছিল অস্থিরতা, টানাপোড়েন আর মান-অভিমানের জায়গা। ঝিল্লি আর ঋষির সম্পর্কের সেসব টানাপোড়েন শুরুতে দেখেছিল দর্শকরা। পরে সম্পর্কের সমীকরণ বদলায়, দুই চরিত্র একে অপরের কাছাকাছি আসে। কিন্তু ঠিক গল্প যখন জমে ওঠে, সেই সময়েই গুজব ছড়ায়— কাহিনি শিগগিরই শেষ হচ্ছে।
এখন টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে , আগামী তিন-চার দিনের মধ্যেই নাকি সিরিয়ালের শেষ শুটিং সেরে ফেলা হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এতদিনে এখনও অফিসিয়ালি কোনও ঘোষণা আসেনি চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে। তাই দর্শকদল একদিকে যতই শেষ হওয়ার আশঙ্কায় দুঃখ পাচ্ছেন, অন্যদিকে অন্তত খানিকটা ভরসা রাখছেন— হয়তো কাহিনি এখনই শেষ হবে না।
তবে সাম্প্রতিক সময়ে সাম্যান্য খেয়াল করলেই দেখা যাবে বাংলার বহু ধারাবাহিক এখন আর দীর্ঘস্থায়ী হয়ে না। জনপ্রিয় প্লটগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই তিন থেকে আট মাসের মধ্যেই শেষ করে দেওয়া হচ্ছে। সেই তুলনায় এক বছর ধরে ‘তেঁতুলপাতা’ প্রচারিত হওয়া অনেকটাই বেশি সময়। তাই এবার সত্যিই যদি তা সমাপ্তির পথে যায়, আশ্চর্যের কিছু থাকবে না বলেই মনে করছেন টেলিপাড়ার অভিজ্ঞরা।
তবে এখানেই কাহিনি শেষ নয়, এখন সব চেয়ে বেশি আলোচনায় বিষয় হল সিরিয়ালের নায়ক গৌরব। শোনা যাচ্ছিলো , তিনি নাকি লীনা গঙ্গোপাধ্যায়ের পরবর্তী নতুন প্রজেক্টে মধুমিতা সরকারের বিপরীতে থাকবেন নতুন কাজ করতে চলেছেন। তবে সর্বশেষ ইঙ্গিত অনুযায়ী সেই চরিত্রে অভিনয় করবেন শন বন্দ্যোপাধ্যায়।
সব মিলিয়ে, কয় দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ‘তেঁতুলপাতা’র ভবিষ্যৎ। ঝিল্লি-ঋষির কাহিনি শেষ হবে হাসিমুখে, নাকি কোনও অপ্রত্যাশিত মোড় থাকবে, সেটাই জানার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা দর্শকের।