পুজোর আগে জামাকাপড় কেনার ব্যস্ততা থাকে সর্বত্র। এই সময় মানুষ প্রাণ খুলে শপিং করেন। তাই বিভিন্ন অনলাইন সংস্থা যেমন Flipkart, Amazon এরা এই সময় একাধিক সেল দিয়ে থাকে। বিশেষ করে সামনেই আসছে Flipkart Big Billion Days 2023। ৮-১০ই অক্টবর অবিশ্বাস্য দামে পাওয়া যাবে নান স্মার্টফোন (Smartphone Sale)। এবার তারই আগাম আপডেট রইল আপনাদের জন্য।
স্মার্টফোনের দুনিয়ায় যে সমস্ত নামিদামি কোম্পানিরা রয়েছে তাদের মধ্যে একটি অন্যতম হল Motorola। দীর্ঘদিন ঘরেই দারুন দারুন সমস্ত স্মার্টফোন লঞ্চ করে চলেছে মোটোরোলা। তাই আপনার যদি Motorola এর নতুন ফোন কেনার ইচ্ছা থাকে তাহলে এটাই সুবর্ন সুযোগ। চলুন দেখে নেওয়া যাক এবারে সেলে থাকা ৫টি Motorola Smartphone এর তালিকা।
Moto G84 5G: ৬.৫ ইঞ্চির বড় স্ক্রিন, সাথে ৫০ মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা। ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ফোনটি মাত্র ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরি দেবে রাজ্য সরকার! কিভাবে করবেন আবেদন? জেনে নিন
Moto G54 5G: ঝাকাস লুকস ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। শুধু তাই নয়, ১২ জিবি র্যাম থেকে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ৬০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটি পাওয়া যাবে মাত্র ১৪,৯৯৯ টাকায়।
Motorola Edge 30 Fusion : স্ন্যাপড্রাগন প্রসেসর যুক্ত অ্যামোলেড স্ক্রিনের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি থাকছে ৩২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে ১২ জিবি র্যাম থেকে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। এই স্মার্টফোনটির দাম অফারে থাকবে ৩৯,৯৯৯ টাকা। তবে এক্সচেঞ্জ অফারে আরও ৩০০০ টাকা কমে যাবে দাম।
Moto E13 : সস্তায় সেরা ফোনের সন্ধান করলে একেবারে পারফেক্ট ফোন হতে পারে এটি। ৬.৫ ইঞ্চির বড় স্ক্রিন। সাথে ১৩ মেগা পিক্সেলের ক্যামেরা। ৮ জিবি পর্যন্ত র্যাম সাথে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ ও পাওয়া যাবে। জানলে অবাক হবেন এই ফোনটি পাওয়া যাবে মাত্র ৬৭৪৯ টাকায়।