আপনি কি কেবল উচমাধ্যমিক(Higher Secondary Examination) পাশ? ভালো চাকরির আশায় বসে আছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যে। চকরির বাজার যে কতটা খারাপ সেটা আর আলাদা করে বলার দরকার রাখেনা। মানুষ দিন রাত এক করেও একটা চাকরি জোগাড় করতে পারছেনা।
এই পরিস্থিতেই আপনার জন্য চাকরির ঝুলি খুলে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। আপনিও যদি পশ্চিমবঙ্গের (West Bengal) বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনিও এই চাকরিতে আবেদন করার সুযোগ পাবেন।
এই চাকরিতে (Employment Exchange) আবেদন করার সুযোগ পেতে হলে আপনার কাছে থাকতে হবে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড (Empoyment Exchange Card)। এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এর তরফে একটি জব ড্রাইভের আয়োজিত হতে চলেছে। তবে তার জন্যে কিছু শর্ত বর্তমান। আসুন দেরি না করে জেনে নেয়া যাক কি কি শর্ত।
আরও পড়ুনঃ পুজোর আগে হেব্বি অফার, Whatsapp করলেই মিলবে টাকা! কিভাবে? জেনে নিন বিস্তারিত
রাজ্যের সকল বেকাররা যদি ভেবে থাকেন এই চাকরি পাবেন তাহলে কিন্তু আপনার জন্য রইল খারাপ খবর। কারণ একমাত্র তমলুক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যে বেকারদের নাম নথিভুক্ত আছে তাঁরাই এই স্পেশাল জব ড্রাইভে অংশ নিয়ে দুর্গাপুজোর আগেই চাকরি পাওয়ার সুযোগ পেয়ে যাবেন।
আপনিও যদি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা হয়ে থাকেন, আর উচ্যমাধ্যমিক পাশ করে বেকার হয়ে থাকেন তাহলেই আপনি এই চাকরি পাওয়ার সুযোগ পাবেন। কিন্তু আপনার বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। যদিও এখনো চাকরির বাদবাকি কোনো তথ্যই জানা যায়নি, তবে আপনি যদি শর্তগুলোর সাথে মিলে যান তাহলে কার্ড নিয়ে প্রস্তুত থাকতে পারেন।