বর্তমান যুগে মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে ব্যাঙ্ক। শুধুমাত্র ব্যক্তিগত টাকার লেনদেন বা সঞ্চয় নয়, নানা কাজে ব্যাঙ্ক আজ অত্যাবশ্যক। এমনকি টেকনোলজির যুগে আজও এমন অনেক মানুষ আছেন যারা স্মার্টফোনে নয় বরং ব্যাঙ্কে গিয়ে কাজ মেটানোই নিরাপদ মনে করেন। কিন্তু আসন্ন অক্টবর মাসে ৩১ দিনের ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
কি শুনে অবাক হলেন? না মিথ্যে নয়, একথা একেবারেই সত্যি। উৎসবের মাস হওয়ায় অক্টবরে ছুটির সংখ্যা অনেকটা বেশি তাই সব মিলিয়ে মোট ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই বিপদে পড়ার আগে অবশ্যই আজকের প্রতিবেদনটি ভালো করে পরে নিন। তাহলেই আসন্ন সমস্ত ছুটির সম্পর্কে জানতে পেরে যাবেন।
অক্টবর মাসের শুরু থেকে শেষ পুরোটাই ছুটিতে ভরা। এই যেমন মাসের ১লা তারিখ রবিবার হওয়ায় বন্ধ, তারপর ২রা অক্টবর গান্ধী জয়ন্তীর ছুটি। এরপর মহালয়া, কাটি বিহু, দুর্গাপুজো, দশমী, লক্ষ্মীপুজো, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন এই সমস্ত দিনেই ছুটি। এখানেই শেষ নয় সাথে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। চলুন এবার দেখে নেওয়া যাক তারিখ ও বার সহ সম্পূর্ণ ছুটির তালিকাঃ
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীতে ৮৪,৮৬৬টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি
১ অক্টোবর – রবিবার ব্যাঙ্ক বন্ধ।
অক্টোবর ২- সোমবার, গান্ধী জয়ন্তী
৮ অক্টোবর – রবিবার।
১৪ অক্টোবর – শনিবার, কলকাতার মহালয়ায় ব্যাঙ্ক বন্ধ।
১৮ অক্টোবর – বুধবার, আসামের কাটি বিহুতে ব্যাঙ্ক বন্ধ।
২১ শে অক্টোবর – শনিবার, দুর্গা পুজো (মহা সপ্তমী) – ত্রিপুরা, আসাম, মণিপুর এবং বাংলায় ব্যাংক বন্ধ রয়েছে।
২৩ অক্টোবর – সোমবার, মহানবমী, আয়ুধ পুজো উপলক্ষে ত্রিপুরা, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু, আসাম, অন্ধ্রপ্রদেশ, কানপুর, কেরালা, ঝাড়খন্ড, বিহারে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ শে অক্টোবর – মঙ্গলবার, দশহেরা, বিজয়া দশমী উপলক্ষে অন্ধ্রপ্রদেশ, মণিপুর ব্যতীত সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রয়েছে।
২৫ শে অক্টোবর – বুধবার, দশাইন উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ শে অক্টোবর – বৃহস্পতিবার, দশাইন উপলক্ষে সিকিম, জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২৭ অক্টোবর – শুক্রবার, দশমী, সিকিমে ব্যাঙ্ক বন্ধ।
২৮ অক্টোবর – শনিবার, লক্ষ্মী পুজো – বাংলায় ব্যাঙ্ক বন্ধ রয়েছে।
৩১ অক্টোবর – মঙ্গলবার, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন তাই গুজরাটে ব্যাঙ্ক বন্ধ রয়েছে।
এছাড়াও অক্টোবর মাসে পড়েছে ৫টি রবিবার।