পুজোর সময় নতুন জামাকাপড়ের মত অনেকেই বাইক বা স্কুটি (Scooty) কেনার স্বপ্ন দেখেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাইকের মত স্কুটির চাহিদাও দিন দিন বেড়েই চলেছে। একাধিক কোম্পানির এক সে এক মডেল লঞ্চ হয়েছে মার্কেটে। কিন্তু স্কুটি কেনার সময় শুধু লুক্স দেখলে তো চলবে না মাইলেজটাও খেয়াল রাখতে হবে। কারণ তেলের যে হারে দাম বাড়ছে তাতে মাইলেজটাও ভালো হতেই হবে।
আপনি কি এবছর পুজোর আগেই বাড়িতেই নতুন স্কুটি (Scooty) আনতে চান? তাহলে আজকের প্রতিবেদন আপনাকে অনেকটাই সাহায্য করবে বর্তমান বাজারের সেরা স্কুটার চেনার জন্য। আজ আপনাদের জন্য মার্কেটের সেরা ৫টি স্কুটারের তালিকা তুলে ধরছি। যাদের লুকস যেমন ঘ্যামা, তেমনি পারফর্মেন্স থেকে মাইলেজ। তাহলে আর দেরি কিসের? চলুন দেখে নেওয়া যাক স্কুটারগুলি।
Honda Activa 6G : একসময় স্কুটার মানেই লোকের মুখে একটাই নাম ছিল সেটা হল অ্যাক্টিভা। হ্যাঁ ঠিকই ধরেছেন এই হল সেই Honda Activa, যেটা সময়ের সাথে আপগ্রেড হয়ে হয়ে আজ Activa 6G হয়ে গেছে। বর্তমানে এই স্কুটারের এক্স শোরুমের দাম প্রায় ৭৬,২৩৪ টাকা। স্টাইলিশ লুক থেকে আরামদায়ক সিটের এই স্কুটারে এক লিটার তেল দিলেই ৫৫ কিমি পর্যন্ত যাওয়া যাবে।
আরও পড়ুনঃ পুজোর আগে ফোন কিনছেন? চরম ক্যামেরা থেকে 5G রইল মিড-বাজেটের ৫টি সেরা ফোনের তালিকা
TVS Jupiter : কথায় আছে না নাম তো শুনা হি হোগা! Honda Activa স্কুটির পরেই দেশের সবচাইতে জনপ্রিয় স্কুটি হল এই টিভিএস জুপিটার। স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চনকে দেখা যায় জুপিটারের বিজ্ঞাপনে। দুর্দান্ত ইঞ্জিন, বড় লাগেজ স্পেস থেকে ঝাকাস কালারের এই স্কুটি ৬০ কিমি পর্যন্ত মাইলেজ দেয় এক লিটার পেট্রোলে। জুপিটারের এক্স শোরুম দাম ৯৮,৮২৬ টাকা।
Suzuki Access 125 : মার্কেটে বাকিদের তুলনায় নতুন হলেও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সুজুকি অ্যাকসেস। ১২৪ সিসি এর দমদার ইঞ্জিন এর সাথে 90 kmph এর টপ স্পিডের এই স্কুটি যেমন দেখতে সুন্দর তেমনি চালিয়েও আরাম। ৫৭.২২কিমি মাইলেজ দেওয়া এই স্কুটির বর্তমান এক্স শোরুম বাজার মূল্য ৮৯,৯৭০ টাকা।
Yamaha Ray ZR 125 : ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের পছন্দের তালিকায় সহজেই খুঁজে পাওয়া যায় এই স্কুটিটিকে। অ্যাট্রাকটিভ লুকস থেকে ১২৫ সিসি এর দারুন ইঞ্জিন এর সাথে একেবারে পাওয়ার প্যাক স্কুটি এই Ray ZR 125। ৯০ কিমি /ঘন্টার এই স্কুটি ৫৮ কিমি মাইলেজ দেয় এক লিটার পেট্রোলে। দাম কত? এক্স শোরুম প্রাইজ ৮৪,৭৩০ থেকে শুরু।
TVS NTORQ 125 : কথা যখন হয় স্টাইলের তখন মার্কেটে সবার প্রথমে উঠে আসে TVS NTORQ 125 এর নাম। যেমন দেখতে তেমনি পারফর্মেন্স। স্কুটির দুনিয়ায় একপ্রকার রেভোলিউশন নিয়ে আসে এই রেসিং স্কুটি। সর্বপ্রথম ব্লুটুথ কানেক্টেড মিটার থেকে একাধিক থিমের ডিজাইনের এই স্কুটি ছেলেদের প্রথম পছন্দের মধ্যে আসে। TVS NTORQ 125 এর এক্স শোরুম দাম ৮৬,০৫৯। এই স্কুটির বিশেস্বত্ব হল 95kmph এর দুর্দান্ত টপ স্পিড। তবে মাইলেজের দিক থেকে অনেকটাই পিছিয়ে এই স্কুটি, এক লিটার তেলে ৪২ কিমি পর্যন্ত যায়।