স্নাতকস্তরের পরীক্ষার পাশাপাশি এবারে উচ্চমাধ্যমিকের (HS Exam) শুরু হচ্ছে সেমিস্টার এক্সাম। ২০২৫ সাল থেকেই এই নতুন ধাচে শুরু হতে চলেছে পরীক্ষা। এমনটাই জানানো হলো স্কুল শিক্ষা দফতরের (WB Education Department) তরফ থেকে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাবপত্র পাঠিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE).
ইতি মধ্যেই রাজ্য শিক্ষানীতির এই প্রস্তাব মন্ত্রিসভাতে অনুমোদিত হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, যে পড়ুয়ারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং একাদশ শ্রেণিতে ভরতি হবে, তারা নয়া ধাঁচে পরীক্ষা দেবে। একাদশ শ্রেণিতে দুটি সেমেস্টারে পরীক্ষা দেবে ওই পড়ুয়ারা। একইভাবে উচ্চমাধ্যমিকের সময়ও দুটি সেমেস্টারে ভেঙে পরীক্ষা হবে বলে জানিয়েছেন সংসদের সভাপতি।
কিন্তু কবে কোন সেমিস্টার হবে? প্রস্তাবে জানানো হচ্ছে, একটি হবে ২০২৫ সালের নভেম্বর মাসে আর অন্যটি হবে ২০২৬ সালের মার্চ মাসে। এই দুই পরীক্ষার গড় নম্বর মিলিয়েই চূড়ান্ত নম্বর নির্ধারণ করা হবে৷ নভেম্বর মাসে গৃহীত প্রথম পরীক্ষায় থাকবে শুধু ওএমআর শিট (OMR Sheet)।
আরও পড়ুনঃ নতুন নিয়ম না মানলেই মহাবিপদ! টোটো নিয়ে বড়সড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, মাথায় হাত চালকদের
২ বার পরীক্ষা হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট ওয়ার্ক একবারই হবে৷ কেবলমাত্র মাল্টিপল চয়েজ প্রশ্নের উত্তর দিতে হবে এখানে৷ আর মার্চ মাসে গৃহীত দ্বিতীয় পরীক্ষায় থাকবে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন৷ অর্থাৎ আপাতত শুধুমাত্র পরিবেশ বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে যেমন হয়, সেরকমই হবে প্রথম সেমেস্টারের পরীক্ষায়।
ইতিমধ্যে সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। সংসদের সভাপতি জানিয়েছেন, বিধানসভায় বিল পাশ হয়ে গেলে পুরো সেমেস্টারের নিয়মাবলী ও অন্যান্য বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।