রাজ্যের পিছিয়ে পড়া জাতির মানুষদের জন্য সরকারের তরফ থেকে SC, ST, OBC এর কাস্ট সার্টিফিকেট (Cast Certificate) প্রদান করা হয়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই জাতি শংসাপত্র নিয়ে একাধিক জালিয়াতি প্রকাশ্যে আসছে। এমন বহু মানুষের খোঁজ মিলছে যারা ভুয়ো সার্টিফিকেটের সাহায্যে সরকারি সুবিধা ভোগ করে চলেছে। কিন্তু এবার আর নয়, ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করার জন্য বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)।
যে বা যারা ভুয়ো কাস্ট সার্ফিটিকেট (Fake Cast Certificate) ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নকল SC, ST, OBC সার্টিফিকেট ব্যবহারকারীদের ওপর আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবার আর কেউ বাঁচাতে পারবে না এই সমস্ত অপরাধীদের।
ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের সময় ভুয়ো জাতি শংসাপত্র নিয়ে প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছিল। এরপর বেশকিছু সরকারি আধিকারিকদের নাম জড়ায় এই জালিয়াতিতে (Cast Certificate Scam)। এই আধিকারিকরা ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গিয়েছে, নবান্ন থেকে তাদের সাসপেন্ড পর্যন্ত করা হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যবাসীর জন্য সুখবর, এই মাসে আবার পাবেন ফ্রি রেশন! দেখুন আপনার কার্ডে কত?
তবে এবার এই বিষয়ে নড়েচড়ে বসেছে সরকার। মুখমন্ত্রী নিজে আগস্টের শেষের মধ্যে মহকুমা শাসকদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই রিপোর্ট জমা পড়েছে সরকারের ঘরে। তারপর গত ৫ই সেপ্টেম্বর রিপোর্টে পাওয়া ভুয়ো সার্টিফিকেট বাতিলের কাজ শুরু করার আদেশ দেওয়া হয়েছে।
সূত্রমতে জানা যাচ্ছে শুরুতেই প্রায় ১০ হাজারের মত সার্টিফিকেট ভুয়ো হওয়ায় বাতিল করে দেওয়া হবে। শুধু তাই নয়, বাতিলের পাশাপাশি ওই ব্যক্তিদের বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। তাই যাদের কাছে নকল কাস্ট সার্ফিটিকেট রয়েছে তাদের এবার বাঁচার কোনো পথ নেই বলেই মনে করা হচ্ছে।