বর্তমানে সঞ্চয় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সারা মাসের অক্লান্ত পরিশ্রমের পর উপার্জিত অর্থ যখন চোখের নিমেষে শেষ হয়ে যেতে থাকে তখন সারা মাসের পরিশ্রমটা কোথাও গিয়ে কম মনে হতে লাগে। তাছাড়া স্বাস্থ্য একটা বড় চ্যালেঞ্জ এই দৌড়ঝাঁপের মাঝে। কাজেই সব কিছুর জন্যই সঞ্চয় বা বিনিয়োগ বিশেষ প্রয়োজন। কিন্তু সঞ্চয় করবেন কিভাবে?
আর ঠিক কোথায় সঞ্চয় করলে আপনার উপার্জিত অর্থ অনুসারে সুদের হার কিছুটা বেশি পেতে পারেন? আজ সেই তথ্যই আপনাদের সামনে হাজির করতে চলেছি। সঞ্চয়ের কথা মাথায় এলেই নয় ব্যাঙ্ক আর নাহলে পোস্ট অফিস, এই দুই ক্ষেত্রই মাথায় আসে। তবে প্রশ্নটা হল, এই দুই জায়গার মধ্যে কোন খানে টাকা রাখলে তার সুদ বেশি পাওয়া যাবে?
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে FD করার আগে অবশ্যই জানুনঃ
বিনিয়োগের আগেই জেনে নিন এই বিশেষ তথ্য গুলো। তাহলে আপনারই সুবিধা হবে। বেশি রিটার্ন পেতে পারেন আপনিও। আমরা সকলেই জানি SBI হল সবচেয়ে বড় ব্যাঙ্ক। তবে জেনে রাখা ভালো RD এর ক্ষেত্রে ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিস দুইই প্রায় একই রকম সুদ দিয়ে থাকে। যেমন- SBI এর ক্ষেত্রে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর অবধি টার্ম ডিপোজিটে টাকা রাখার সুবিধা আছে। আর পোস্ট অফিসে ১, ২, ৩ ও ৫ বছরের জন্য ডিপোজিট করতে পারবেন।
ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সুদের হার (Bank Vs Post Office Interest Rate)
সেক্ষেত্রে, বর্তমান সুদের হার অনুযায়ী SBI সাধারণ গ্রাহকদের ৬% থেকে ৬.৫% হারে আর প্রবীণদের জন্য ৭% থেকে ৭.৫% হারে সুদ দিচ্ছে। আর পোস্ট অফিসে RD অনুসারে, ৬.৮% থেকে ৭.৫ শতাংশ অবধি সুদ প্রদান করে থাকে। প্রবীণদের জন্য কোনো অতিরিক্ত সুদের হার প্রদান করা হয়না। আর পোস্ট অফিসের ক্ষেত্রে ছয় মাসের আগে কোনো ফিক্সড ডিপোজিট ভাঙা যায়না।
তবে ছয় মাস পরে কিংবা এক বছর হওয়ার আগেই যদি ডিপোজিট ভাঙা হয় তবে সুদের অঙ্ক পোস্ট অফিসের নির্দিষ্ট সময় অনুযায়ীই পাবেন। তার আগে নয়। তবে, বিনিয়োগ করার পূর্বে কয়েকটা জিনিস জেনে নেওয়া প্রয়োজন, আর সেগুলো ফলো করলে আপনি হবেন লাভবান। বিনিয়োগের ক্ষেত্রে সর্বদা নিরাপত্তা, সুদের হার আর পরিষেবা। এই তিনটি জিনিস মাথায় রাখলেই আপনি থাকবেন সম্পূর্ণ চিন্তামুক্ত।
যেহেতু SBI ব্যাঙ্ক ও পোস্ট অফিস দুটোই সরকারি সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে এখানে কোনো ঝুঁকি থাকবেনা। এছাড়াও, সুদের হার আপনাদের আগেই জানিয়েছি যে, সুদ প্রায় একই দুই মাধ্যমেই। তবে ব্যাঙ্কে প্রবীণদের জন্য সুদের হার কিছুটা বেশি ধার্য করা থাকে আর পোস্ট অফিসে সর্বসাধারণের জন্য একই সুদের হার ধার্য থাকে। আলাদা কোনো বেনিফিট প্রবীণরা পাবেননা সুদের ক্ষেত্রে। ব্যাঙ্ক আধুনিক পরিষেবায় অনেকটাই এগিয়ে আর পোস্ট অফিস সেই তুলনায় ব্যাঙ্কের থেকে পিছিয়ে।