স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য রয়েছে এক বিশেষ আপডেট। খুব শীঘ্রই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে তাদের গ্রাহকদের জন্য এক নতুন নিয়ম কার্যকরী করা হবে, এমনটাই জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুসারে। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও গ্রাহকদের চার্জ দিতে হবে। মূলত যে সমস্ত গ্রাহকরা ডিপোজিট মেশিনের মাধ্যমে টাকা জমা করবেন তাদের ক্ষেত্রেই এই বিশেষ চার্জ কার্যকরী করবে SBI। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন নিয়ম সম্পর্কে বিভিন্ন প্রকার তথ্য প্রকাশে আসায় সমগ্র ভারতের নাগরিকদের মধ্যে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। যার কারণে আজকের এই পোস্টে আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কার্যকরী এই নতুন নিয়ম সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চলেছি।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কার্যকরী নতুন নিয়মটি কি?
বর্তমানে সমগ্র ভারতের বিভিন্ন ক্ষেত্রের বহু গ্রাহকই ব্যাংকের লম্বা লাইন এড়াতে এটিএম মেশিনের মাধ্যমে ব্যাংক একাউন্টে টাকা ডিপোজিট করে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই এটিএম মেশিনের সঙ্গে নগদ টাকা জমা করার মেশিন থাকে যার মাধ্যমে গ্রাহকরা অত্যন্ত সহজেই কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারেন। ব্যাংকে না গিয়ে অত্যন্ত সহজে টাকা জমা করা যায় বলে বর্তমানে টাকা জমা করার এই পদ্ধতি সমগ্র দেশজুড়ে ক্রমান্বয়ে জনপ্রিয়তা লাভ করেছে। তবে এবারে এই বিশেষ পদ্ধতি মারফত টাকা জমা দেওয়ার ক্ষেত্রে গ্রাহককে এক নির্দিষ্ট চার্জ জমা দিতে হবে।
আরও পড়ুন:- বেসরকারি স্কুলেও বাধ্যতামূলক বাংলা ভাষা, রাজ্য সরকারের তরফে জারি করা হলো নতুন নির্দেশিকা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, এটিএম মেশিনের মাধ্যমে টাকা ডিপোজিট করার সময় গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেলেই ব্যাংকের তরফে ২৫ টাকা বা তার বেশি মূল্যের আমানত কেটে নেওয়া হবে। যদিও এক্ষেত্রে কত টাকা কেটে নেওয়া হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করছে উক্ত গ্রাহক অ্যাকাউন্টে কত টাকা জমা করছেন তার উপরে, অর্থাৎ গ্রাহকের আমানতের উপর ভিত্তি করে ব্যাংক চার্জ কার্যকর করবে। এক্ষেত্রে প্রতি লেনদেনের সীমা ৪৯ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের তরফে। তবে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম মেশিনের মাধ্যমে পিপিএফ, আরডি ও লোন অ্যাকাউন্টেও টাকা জমা করা সম্ভব।
ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, টাকা জমা দেওয়ার সময় নোটগুলি যেন একেবারে পরিষ্কার হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। মূলত ভাঁজ হয়ে যাওয়া নোট কিংবা নোংরা নোট মেশিনে গৃহীত হয় না তাই এই বিষয়টি বিশেষভাবে নজরে রাখা প্রয়োজন, নয়তো গ্রাহকরা এটিএম -এর মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন না। এর পাশাপাশি আরো জানা গিয়েছে এটিএম মেশিনের মাধ্যমে কেবলমাত্র ১০০, ৫০০ এবং ২০০০ টাকার নোটই জমা করা সম্ভব।