রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) নিয়ে নতুন বছরের শুরুতেই এক গুরুত্বপূর্ণ ঘোষণা। পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষদের জন্য এই খবরটি জেনে নেওয়া খুবই জরুরি। ২০২৪ এর লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) আসন্ন। আর তার আগেই মানুষকে খুশি করতে বড় উদ্যোগ মোদি সরকারের। বিশেষত বঙ্গবাসীদের জন্য নেওয়া হলো এই বিশেষ উদ্যোগ। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গে সস্তা হতে চলেছে গ্যাসের দাম (LPG Gas Price In WB) এবার থেকে একটি সিলিন্ডার কিনতে হবে মাত্র ৪৫০ টাকায়, জানিয়েছে বিজেপি (BJP).
LPG Gas Price নিয়ে বিরাট ঘোষণা :
বিজেপি সরকার (BJP Government) এই ঘোষণাই করলো এবার। একটি সিলিন্ডারের দাম (LPG Gas Price) যেখানে বর্তমানে ১ হাজার টাকা, ভোটের আগেই তার দাম কমিয়ে ৪৫০ টাকা করার সিদ্ধান্ত নিল তারা। তবে কি এবার স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ? দুর্দিন গিয়ে আসবে সুখের দিন? দিওয়ালির আগে গোয়ার মুখ্যমন্ত্রী সেই রাজ্যে গ্যাসের দাম কমিয়ে ৪৫০ টাকা করেন।
লাডলি বেহেন স্কিম :
গোয়ার মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় এক মন্ত্রীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। যার নাম লাডলি বেহেন। এর আওতায় বর্তমানে ৪৫০ টাকায় একটি গ্যাস সিলিন্ডার (LPG Gas Price) পান সে রাজ্যের উপভোক্তারা। পাশাপাশি পান ভর্তুকিও। এই সুবিধা দেওয়া হয় উজ্জ্বলা যোজনা (Ujjwala Yojana) সুবিধাভোগীদেরও। তবে শুধু গোয়াতেই (Government Of Goa) নয়, রাজস্থান সরকার (Government Of Rajasthan) একই রকম ভাবে গ্যাসের দাম (LPG Gas Price) কমিয়েছে। দুটিই হল বিজেপি রাজ্য।
তাই এবার এদের অনুকরণেই পশ্চিমবঙ্গেও সেই সুবিধা চালু করতে চাইলো কেন্দ্রীয় সরকার। গতকাল পূর্ব মেদিনীপুরের একটি জনসভা থেকে পশ্চিমবঙ্গের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) একথা ঘোষণা করেন। তিনি জানান 2024 এর নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে এরপর থেকে বাংলায় ৪৫০ টাকায় গ্যাস (LPG Gas Price) পাবেন সাধারণ মানুষ। শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর প্রতি তোপ দেগে তিনি বলেন, “শিল্প কর্মসংস্থান চান না মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : মোদির ডাবল ধামাকা! বেড়ে গেল সুকন্যা যোজনার সুদ! সঙ্গে এক গুচ্ছ সুবিধা
আমরা যদি ক্ষমতায় আসি তবে ৩০ লক্ষ শূন্য পদে নিয়োগের আয়োজন করব। শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, “২০২১ এর বিধানসভা নির্বাচনে নাকি ভূয়ো শিক্ষকদের দিয়ে লুট করা হয়েছিল ভোট। তাই মাত্র ৭৭ টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিদের। নয়তো সে বছর বাংলায় বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত ছিল। আইপ্যাকের লোকেরা নীল রঙের ব্যাচ পরে। এই জালি শিক্ষক, ভুয়ো শিক্ষাকর্মী যাদের পরবর্তীকালে হাইকোর্ট (High Court) বাতিল করেছিল।
প্রসঙ্গত, নির্বাচনী প্রতিশ্রুতি মেনে শুক্রবার থেকেই রাজস্থানে উজ্জলা প্রকল্পের সুবিধাভোগীরা ৪৫০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার দিচ্ছে রাজস্থানের বিজেপি সরকার। এর আগে কংগ্রেস সরকার উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকদের ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার কেনার ব্যবস্থা করেছিল