রেশন (Free Ration 2024) নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। করোনা মহামারীর সময় থেকেই সরকার বিনামূল্যে রেশনের পরিষেবা (Free Ration 2024) শুরু করেছেন। নতুন বছর থেকে, অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৪ থেকে আরও ৫ কেজি বাড়তি রেশন (Free Ration 2024) দেবে কেন্দ্র সরকার। এটি মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের জন্য নতুন বছরের সরকার থেকে প্রাপ্ত বিরাট উপহার। আগামী ৫ বছর পর্যন্ত এই বাড়তি রেশন দেওয়া হবে। ভারতের প্রায় ৮০ কোটি দরিদ্র মানুষ পাবে বিনামূল্যে চল ও গম। আপনার পাওনা রেশন সম্পর্কে জানতে অবশ্যই পুরো নিবন্ধটি পড়ুন।
দেশের রেশন ব্যবস্থা অন্ত্যোদয় অন্য যোজনা প্রকল্পের আওতায় যে সকল গ্রাহকরা রয়েছেন তারা প্রতি মাসে ৩৫ কেজি করে খাদ্য সামগ্রী বিনামূল্যে পেয়ে থাকেন। তবে এই অন্ত্যোদয় অন্য যোজনা প্রকল্পে আয়তায় রয়েছে একেবারে নিম্নবিত্ত মানুষেরা।বর্তমানে আমাদের দেশে প্রায় ৮০ থেকে ৯০ কোটি মানুষের কাছে এই রেশন কার্ড আছে। আর পশ্চিমবঙ্গে এই রেশন কার্ডের পরিমাণ প্রায় ৯ কোটির কাছাকাছি। এই বিপুল সংখ্যক রেশন গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
২০২৪ থেকেই ৫ কেজি বাড়তি রেশন (Free Ration 2024)
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্য যোজনা (PM-GKAY) প্রকল্পের অধীনে বিনামূল্যে ৫ কেজি বাড়তি রেশন দেওয়া হচ্ছিল। এর মেয়াদ ছিল ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, যা ১১ নভেম্বর, ২০২৩ কেন্দ্রীয় সরকার আরও ৫ বছর বাড়িয়েছেন। অর্থাৎ, নতুন বছরেও ভারতের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে চল ও গম পাবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার দ্বারাও বিনামূল্যে ১২ কেজি রেশন দেওয়া হয়, যা ২০২৪ সালেও দেওয়া হবে।
কত ধরনের রেশন কার্ড ব্যবহার করা হয় ?
আমাদের রাজ্য সহ দেশের সকল উপভোক্তাদের মূলত কয়েকটি রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রিক প্রদান করা হয়ে থাকে। তবে আমাদের রাজ্যে যে ৫ ধরনের রেশন কার্ডে মাধ্যমে রেশনের খাদ্য সামগ্রিক দেওয়া হয়ে থাকে সেগুলি হল, AAY (অন্তদয় অন্ন্য যোজনার রেশন কার্ড), PHH (অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড), SPHH (বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড), RKSY-1 ( রাজ্য সুরক্ষা যোজনা ওয়ান ), RKSY-২ ( রাজ্য সুরক্ষা যোজনা টু ), এই সকল কার্ডের মাধ্যমে আমাদের রাজ্যের সাধারণ মানুষদের রেশন সামগ্রিক প্রদান করা হয়ে থাকে।
আরও পড়ুন : অমৃত ভারত এক্সপ্রেসের ভাড়া কত জানেন? রেলের ঘোষণায় খুশির হাওয়া যাত্রীমহলে
কোন রেশন কার্ডে কত Free Ration 2024 পাওয়া যাবে ?
১) অন্তদয় অন্ন্য যোজনার রেশন কার্ডে Free Ration 2024 :
যদি আপনার কাছে AAY ক্যাটাগরি রেশন কার্ড থাকে, তাহলে এই (Free Ration) রেশন কার্ডে চাল পাবেন ২১ কেজি, পরিবার কিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ১৪ কেজি পরিবার কিছু একদম বিনামূল্যে অথবা গমের পরিবর্তে যদি আটা নেন, তাহলে পুষ্টিযুক্ত আটা পাবেন ১৩ কেজি ৩০০ গ্রাম পরিবার পিছু একদম বিনামূল্যে। সঙ্গে ১ কেজি করে চিনি পাবেন প্রতি পরিবার পিছু এবং যার মূল্য দিতে হবে ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে। এই AAY রেশন কার্ডে পরিবারের যতই লোক থাকুক না কেন পরিবার কিছু একই পরিমাণ রেশন দ্রব্য পাবেন এই রেশন কার্ডে।
২) PHH RATION CARD বা অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডে Free Ration 2024 এর পরিমাণ :
যদি আপনাদের কাছে PHH ক্যাটাগরি রেশন কার্ড থাকে, তাহলে এই রেশন কার্ডে চাল পাবেন ৩ কেজি মাথাপিছু বা কার্ড কিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ২ কেজি মাথাপিছু বা কার্ড পিছু একদম বিনামূল্যে। অথবা পুষ্টিযুক্ত আটা পাবেন ১ কেজি ৯০০ গ্রাম করে কার্ড পতি বা মাথা পিছু একদম বিনামূল্যে। যেহেতু PHH রেশন কার্ডে রেশন দ্রব্য পাওয়া যায় কার্ড কিছু বা মাথাপিছু, তাই আপনার পরিবারের সদস্যের সংখ্যা বেশি হলে বেশি পরিমাণ রেশনে খাদ্য দ্রব্য পাবেন।
৩) SPHH RATION CARD বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডের Free Ration 2024 :
যদি আপনাদের কাছে SPHH ক্যাটাগরি রেশন কার্ড থাকে, তাহলে এই রেশন কার্ডে চাল পাবেন ৩ কেজি মাথাপিছু বা কার্ড কিছু একদম বিনামূল্যে। এবং গম পাবেন ২ কেজি মাথাপিছু বা কার্ড পিছু একদম বিনামূল্যে। অথবা পুষ্টিযুক্ত আটা পাবেন ১ কেজি ৯০০ গ্রাম করে কার্ড পতি বা মাথা পিছু একদম বিনামূল্যে। যেহেতু PHH রেশন কার্ডে রেশন দ্রব্য পাওয়া যায় কার্ড কিছু বা মাথাপিছু, তাই আপনার পরিবারের সদস্যের সংখ্যা বেশি হলে বেশি পরিমাণ রেশনে খাদ্য দ্রব্য পাবেন।SPHH ক্যাটাগরি ও PHH ক্যাটাগরি রেশন কার্ডে একই পরিমাণে রেশন দ্রব্য পাওয়া যায়।
৪) RKSY-1 RATION CARD বা রাজ্য সুরক্ষা যোজনা ওয়ান-র Free Ration 2024 :
যদি আপনার কাছে RKSY-1 ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে পুষ্টি যুক্ত চাল পাবেন ৫ কেজি করে কার্ড প্রতি বা মাথাপিছু, একদম বিনামূল্যে।
৫) RKSY-২ RATION CARD বা রাজ্য সুরক্ষা যোজনা টু কার্ডের Free Ration 2024 :
যদি আপনার কাছে RKSY-2 ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে পুষ্টি যুক্ত চাল পাবেন ২ কেজি করে কার্ড পিছু বা মাথাপিছু, একদম বিনামূল্যে।
এছাড়াও স্পেশাল প্যাকেজ এর অধীনে আরও বাড়তি রেশন দ্রব্য দেওয়া হয়। যেমন পশ্চিমবঙ্গে জঙ্গলমহল, পাহাড়, চা বাগান, টোটো, আইলা এবং সিঙ্গুর নামক স্পেশাল প্যাকেজ রয়েছে। আপনি যদি এগুলির মধ্যে কোনো একটি স্পেশাল প্যাকেজ এর অধীনে পড়েন তাহলে আরও বাড়তি রেশন দ্রব্য পাবেন। নিচের লিঙ্কে ক্লিক করে আপনি আপনার প্রাপ্য রেশন দ্রব্যের পরিমাণ জানতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.myscheme.gov.in/schemes/pm-gkay লিঙ্কে।