পশ্চিমবঙ্গ সরকারের এক অভিনব প্রকল্প হল ‘উৎকর্ষ বাংলা’ (Utkarsha Bangla Scheme)। বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে এবং দক্ষতা বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৬ সাল থেকে ‘উৎকর্ষ বাংলা’ (Utkarsha Bangla Scheme) প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে কারিগরি শিক্ষা দফতরের অধীনে এই প্রকল্প চালু করা হয়েছিল। যাঁরা কারিগরি প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে কর্মপযোগী করে তোলার লক্ষেই এই প্রকল্প চালু করা হয়েছিল। বাংলার স্থায়ী বাসিন্দার পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের আওতাধীনব ‘উৎকর্ষ বাংলা’ থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।
Utkarsha Bangla Scheme কী ?
উৎকর্ষ বাংলা প্রকল্প হল রাজ্য সরকারের দ্বারা চালু করা একটি কর্মসূচি। ২০১৬ সালে ১৬ ই ফেব্রুয়ারী, বেকার যুবক এবং যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে চালু করা হয় পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরে অধীনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন। উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করার পিছনে রাজ্য সরকারের উদ্দেশ্যে ছিল উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের বেকার যুবক- যুবতীরা যাতে উপার্জনের পথ সুনিশ্চিত করতে পারে।
পশ্চিমবঙ্গ সরকার স্কুল ছুট ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘উৎকর্ষ বাংলা’ (Utkarsha Bangla Scheme) প্রকল্প চালু করেছিল। আগ্রহীদের এই প্রকল্পের অধীনে ৪০০ থেকে ১২০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। এই কোর্স শেষের পর প্রশিক্ষিতদের সরকারি শংসাপত্রও দেওয়া হবে বলে জানিয়েছিল সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৫০ টি আইটিআই, ১৫৩ টি পলিটেকনিক এবং প্রায় রাজ্য জুড়ে প্রায় ৩৫০০টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্পমেয়াদী দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারে উৎকর্ষ বাংলা প্রকল্প আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে।
তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে অন্যতম হল স্বল্প মেয়াদী কোর্স চালু করা। এই কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই হবে। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের (Utkarsha Bangla Scheme) আওতায় এই কোর্সগুলি চালু করা হবে। এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবায় সহকারী হিসেবে নিয়োগের জন্য ১৫টি বিষয়ে শর্ট কোর্স চালু করা হবে।
আরও পড়ুন : Jio-র ধামাকা অফার! ৩১ ডিসেম্বরের আগে রিচার্জ করলেই ১০০০ টাকা ক্যাশব্যাক
কী শিক্ষাগত দরকার ?
- ল্যাব টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান এবং ব্লাড কালেকটক বা রক্ত সংগ্রকারী-র জন্য সহকারী কোর্সের জন্য উচ্চমাধ্যমিকে বায়ো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
- কার্ডিয়াক কেয়ার এবং হাসপাতালের প্রশাসনিক কোর্সের জন্য মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই হবে।
কোন কোন প্রতিষ্ঠানে Utkarsha Bangla Scheme-র এই কোর্সগুলি চালু করা হবে?
- যে সমস্ত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত রয়েছে সেখানেই এই কোর্সগুলি চালু করা যাবে।
- স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভলপমেন্টের অনুমোদন থাকতে হবে কলেজগুলিতে।
কোন কোন বিষয়ে কোর্স চালু হবে ?
- ল্যাব টেকনিশিয়ান
- এক্স রে টেকনিশিয়ান
- ব্লাড কালেকটক বা রক্ত সংগ্রকারী-র জন্য সহকারী
- কার্ডিয়াক কেয়ার
- হাসপাতালের প্রশাসনিক
কোর্সের মেয়াদ কত দিনের ?
প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা সময়সীমা রয়েছে। তবে ৩৬০ থেকে ৭২০ ঘণ্টার মধ্যে হতে চলেছে কোর্সগুলি।
কোর্সগুলিতে কী কী থাকবে?
- কোর্সগুলিতে থিওরি ও প্রাকটিক্যাল ক্লাস থাকবে।
- পরে সরাসরি প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে।
এই কোর্সের উদ্দেশ্য কী ?
- গ্রামের মানুষের চিকিৎসার জন্য যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের কথা মাথায় রেখে এই কোর্সগুলি চালু করা হয়েছে।
- এক্ষেত্রে গ্রামের চিকিৎসা পরিষেবায় আরও উন্নতি হবে বলে মনে করা যাচ্ছে।
- এবং নতুন প্রজন্মের বেশ কিছু তরুণ তরুণী চাকরির সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে।
উৎকর্ষ বাংলা প্রকল্প এর Contact Details :
Address:- Plot No. B-7,AA-III, Karigari Bhawan, 2nd Floor, Near hazra Kalibari, Opposite Uniworld City, Major Arterial Road(East-West),Newtown ,Kolkata, West Bengal 700160
Phone:– 033 2324 7566
বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.pbssd.gov.in/ লিঙ্কে।