শুক্রবার থেকে কার্যকর হল রান্নার গ্যাসের (LPG) সংশোধিত দর। এর আগে ডিসেম্বরের শুরুতেই এক দফায় বেড়েছিল রান্নার গ্যাসের দাম। শীতের আমেজের মাঝেই আম জনতার হেঁশেলে আঁচ বাড়িয়েছিল সিলিন্ডার। তবে নয়া বছর আসতে আসে সেই আঁচ কিছুটা কমল। ২২ ডিসেম্বর থেকে গোটা দেশে কমল রান্নার গ্যাসের সিলিন্ডারের (LPG) দাম।
দাম কমল LPG-র :
নতুন বছর পড়ার আগে খুশির খবর। হঠাৎই কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG) দাম। সিলিন্ডার পিছু ৩৯.৫০ টাকা দাম কমেছে। বছরের শেষে এসে এই খবরে খুশি সকলেই। দেশের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো শুক্রবার একযোগে দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই- এই চার মহানগরে গ্যাস সিলিন্ডারের দাম কমার কথা ঘোষণা করেছে।
এক ধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা না কমলেও ৩৯.৫০ টাকা দাম কমার ঘোষণায় স্বস্তি পেয়েছে অনেকে। তবে সাধারণ গৃহস্থের এতে খুশি হওয়ার বিশেষ কিছু নেই। কারণ বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এবারেও কমেনি। ফলে আগের মতোই কলকাতার বাসিন্দাদের ৯২৯ টাকা দিয়েই বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে।
কোন শহরে কত দাম LPG-র :
জানা গিয়েছে, আজ এক ধাক্কায় ৩৯.৫ টাকা দাম কমেছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের। এই আবহে কলকাতায় ১৯ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৮৬৮.৫ টাকা। এছাড়া মুম্বইতে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৭১০ টাকা, দিল্লিতে ১৭৫৭ টাকা, চেন্নাইতে ১৯২৯ টাকা।
দাম কমল বাণিজ্যিক গাসেরও :
বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমল। বছর শেষে এমনিতেই রেস্তোরাঁ, হোটেলে খাওয়া-দাওয়া বেশি হয়। সেখানে ১৯ কেজির নীল রঙের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমায় হাসি ফুটেছে রেস্তোরাঁ ও হোটেল ব্যবসায়ীদের মুখে। অফিস ক্যান্টিন, ক্যাটারার, ফাস্ট ফুডের দোকান, রেস্তোরাঁ ইত্যাদিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারে যাবতীয় কাজ হয়। সাধারণ বাড়িতে লাল রঙের ১৪ কেজির গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হলেও বাণিজ্যিক রান্নার কাজে ১৯ কেজির নীল রঙের গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সিলিন্ডারের বর্তমান দাম হল ১,৮৬৮ টাকা। ৩৯.৫০ টাকা দাম কমার ফলে দিল্লির রেস্তোরাঁ মালিকদের এখন গ্যাস সিলিন্ডার কিনতে হবে ১,৭৫৭ টাকায়, মুম্বইয়ে ১,৭১০ টাকা ও চেন্নাইয়ে ১,৯২৯ টাকা দিয়ে। বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে কম দেশের রাজধানী দিল্লিতে। আর দাম সবচেয়ে বেশি চেন্নাইয়ে। বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে আমজনতা সরাসরি উপকৃত হচ্ছেন না। তবে ঘুরপথে হলেও এর সুফল তাঁরাও পাবে।
আরও পড়ুন : ১০ হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান ১৫ কোটি! ধামাকা অফার দিচ্ছে এই ব্যাঙ্ক
সুবিধা হবে আম জনতার :
বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার দাম কমার ফলে ফাস্ট-ফুড, অফিসের টিফিন, হোম ডেলিভারির খরচ কমার সম্ভাবনা তৈরি হল। যার ফলে ঘুরিয়ে আমজনতার কিছুটা সুবিধা হবে। উল্লেখ্য অগস্ট মাসের একেবারে শুরুর দিকে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে কয়েক ধাপে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৩০০ টাকা কমানো হয়।
দাম কমেনি ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের :
ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য পালটানো হয়নি। গত ৩০ অগস্ট শেষবার ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পালটানো হয়েছিল। তার ফলে আপাতত কলকাতায় প্রতিটি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়ছে ৯২৯ টাকা। দিল্লিতে ৯০৩ টাকা, মুম্বইয়ে ৯০২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৯১৮.৫ টাকা বিক্রি হচ্ছে।
কত দাম হল উজ্জ্বলা যোজনার LPG-র ?
উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন, তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিলিন্ডারের জন্য দিতে হচ্ছিল ৭২৯ টাকা। তবে অক্টোবরে উজ্জ্বলা যোজনার অধীনে থাকা উপভোক্তাদের মুখের হাসি চওড়া করে আরও ১০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই আবহে ডিসেম্বরেও উজ্জ্বলা যোজনার উপভোক্তারা ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন গ্যাস সিলিন্ডারে। এর ফলে কলকাতায় উজ্জ্বলা যোজনার উপভোক্তারা ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস পাবেন মাত্র ৬২৯ টাকায়।