আপনি যদি অর্থের অভাবে ব্যবসা করতে না পারেন, তাহলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) প্রকল্পের মাধ্যমে বিরাট সুযোগ দিচ্ছে সরকার। আপনার ব্যবসা শুরু করতে ১০ লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে সরকার। স্টার্ট আপ বা ব্যবসা শুরু করার জন্য ৫০,০০০ থেকে ১০ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। মুদ্রা লোনের আওতায় এই সুযোগ কাজে লাগাতে পারবেন আপনি।
কেন্দ্রীয় সরকার (Government of India)-এর তরফ থেকে সাধারণ জনগণের জন্য ইতিমধ্যে অনেকগুলি প্রকল্প চালু করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রকল্পগুলোর দ্বারা সাধারণ মানুষ উপকৃতও হয়ে চলেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে অন্যতম একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana)। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবে। নিম্নে এই প্রকল্পের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করা হলো।
Pradhan Mantri Mudra Yojana-য় সুদ কত ?
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।
কোথা থেকে পাবেন Pradhan Mantri Mudra Yojana-য় লোন ?
আপনি যদি কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনস্থ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) প্রকল্পের মাধ্যমে রিং দিতে চান তাহলে ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা (এনবিএফসি), ক্ষুদ্র আর্থিক সংস্থাগুলির (এমএফআই) মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।
Pradhan Mantri Mudra Yojana-য় লোন দেওয়া হয় কীভাবে ?
আপনি 3টি ধাপে প্রধানমন্ত্রী মুদ্রা ঋণের সুবিধা পেতে পারেন। এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে শিশু ঋণ। এ ছাড়া দ্বিতীয় ধাপে কিশোর ঋণ ও তৃতীয় ধাপে তরুণ ঋণ। শিশু ঋণ প্রকল্প- এই প্রকল্পের অধীনে আপনি ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ পাবেন। কিশোর ঋণ প্রকল্প- এই প্রকল্পে ঋণের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ধরা হয়। তরুণ ঋণ প্রকল্প- তরুণ ঋণ প্রকল্পের অধীনে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে।
দেশের সাধারণ মানুষ বিশেষ করে তরুণ সম্প্রদায়ের কথা ভেবে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র ক্যাটাগরির ঋণের উপর বেশি পরিমাণে অগ্রাধিকার দিয়েছে। এরপর বাকি দুই ক্যাটাগরির ঋণ সাধারণ মানুষ বেশি পরিমাণে গ্রহণ করে থাকে তাই সেই ঋণের উপরও বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়েছে। এই প্রকল্পের সুদের হার ঋণদাতা প্রতিষ্ঠানগুলি আরবিআই নির্দেশিকা অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রকল্প থেকে মুদ্রা কার্ডও গ্রাহকদের দেওয়া হয়। যা একটি ডেবিট কার্ডের মতো কাজ করে।
আরও পড়ুন : এবার হোয়াটস অ্যাপেই হয়ে যাবে গ্যাসের বুকিং! দারুণ সুবিধা দিচ্ছে এই কোম্পানি! কীভাবে করবেন?
কী কী নথি প্রয়োজন?
এই প্রকল্পে আবেদন করতে হলে যেসব নথিপত্র গুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ-
- পাসপোর্ট সাইজের ছবি
- আইডি প্রুফ
- অ্যাড্রেস প্রুফ
- অন্যান্য নথি
আবেদন করবেন কীভাবে ?
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীদের https://www.mudra.org.in/offerings এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই প্রকল্প টি হলো অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প। সাধারণ মানুষ এই প্রকল্পের সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে থাকে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পের অধীনে ঋণ বিতরণ হয়েছে ১,৯১,৮৬৩ কোটি টাকা। গত বছরের ত্রৈমাসিকে এটি ছিল ১,৩৭,৭৮৫ কোটি টাকা। সাধারণ মানুষের কাছে এটি হলো অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়ে থাকে।