আলোচনার শীর্ষে সুমঙ্গলা যোজনা (Sumangla Yojana)। বিজেপি সরকারের (BJP Government) বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প (Beti Banchao, Beto Padhao Scheme) যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ভারতীয় নারীরা দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার উচ্চপদে নিজেদের কৃতিত্ব রেখে চলেছেন। এমনকি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে IAS, IPS অফিসার হতেও দেখা যাচ্ছে বহু মহিলাকে। রাজনীতির ময়দানে পুরুষদের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছেন নারীরা।
ছেলেদের থেকে মেয়েকে কম গুরুত্বপূর্ণ ভাবা, তাদের অবহেলা করা, নির্ধারিত বয়সের আগেই বিয়ে দিয়ে দেওয়ার মতো প্রবণতা বাংলায় ততটাও দেখা যায় না যতটা দেখা যায় উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে। আজও উত্তর ভারতের রাজ্যগুলিতে মহিলারা পুরুষদের থেকে কম গুরুত্ব পান। এটা আদতে এক ধরনের সামাজিক ব্যাধি। সেই পরিস্থিতি দূর করতেই রাজ্য সরকার নিয়ে এসেছে এক দুর্দান্ত প্রকল্প। লক্ষ্য হল, কন্যা সন্তানের জন্মের পর পরিবার যেন তাকে অবহেলা না করে, সঠিকভাবে পড়াশোনা করায়।
Sumangla Yojana প্রকল্প কী :
নতুন এই প্রকল্পের নাম সুমঙ্গলা যোজনা। তবে এই প্রকল্পের সুবিধা বাংলার মেয়েরা পাবে না। কারন এই প্রকল্প নিয়ে এসেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। ফলে কেবলমাত্র উত্তরপ্রদেশের নারীরাই এই নতুন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকার কন্যা সন্তানের জন্ম হলে মোট ২৫,০০০ টাকা পর্যন্ত পরিবারকে দেবে। তবে এই অর্থ একসঙ্গে পাওয়া যাবে না। কন্যা সন্তান পড়াশোনা করে একের পর এক ক্লাসে উঠবে আর সেই অনুযায়ী বিভিন্ন কিস্তিতে তার নামে খোলা অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।
কী কী বলা হয়েছে Sumangla Yojana প্রকল্প-এ :
(1) শিশু কন্যার বয়স ১ বছর হলে ২০০০ টাকা দেবে সরকার।
(2) শিশু কন্যা প্রথম শ্রেণিতে ভর্তি হলে পাওয়া যাবে ৩০০০ টাকা।
(3) ষষ্ঠ শ্রেণিতে উঠলে আবারও ৩০০০ টাকা দেবে সরকার।
(4) নবম শ্রেণিতে উঠলে পাওয়া যাবে ৫০০০ টাকা।
(5) দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে কন্যা সন্তান কলেজে ভর্তি হলে সরকার দেবে ৭০০০ টাকা।
(6) ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার পর বাকি ৫০০০ টাকা দেবে উত্তরপ্রদেশ সরকার।
আরও পড়ুন : বাংলার কৃষকদের টাকা দেবেন মুখ্যমন্ত্রী! এখুনি আবেদন করুন শস্য বীমাতে
Sumangla Yojana-র সুবিধা কারা পাবে?
- এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পরিবারের সর্বোচ্চ দু’জন কন্যা এই সুবিধা পেতে পারে।
- পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
সুমঙ্গলা যোজনা নাম নথিভূক্ত করার জন্য উত্তরপ্রদেশের বাসিন্দাদের www.sky.up.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://mksy.up.gov.in/women_welfare/ লিঙ্কে।