কেন্দ্র সরকার আমজনতার কথা ভেবে নানা রকমের প্রকল্প (PMAPY Scheme) এনেছে। বয়স হলে মানুষ তাদের কর্ম ক্ষমতা হারায় আর তাই বয়সকালে মানুষদের একটু স্বস্তি দিতে মোদি সরকার ২০১৫ সালে অটল পেনশন যোজনা (PMAPY Scheme) এনেছে। এই যোজনাতে একটি নির্দিষ্ট পরিমান কিছু টাকা জমা করতে হবে। তার ফলে তার মাসে মাসে ৫০০০ টাকা ও বছরে ৬০০০০ টাকা পাবেন সাধরন গরীব মানুষ।
কী এই PMAPY প্রকল্প ?
অনেকেই পেনশন শব্দের সাথে সরকারি চাকরীর বিষয়টি যুক্ত করে ফেলেন। তবে কেন্দ্রের নতুন এই প্রকল্প সাধারণ মানুষের জন্য মাসে মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন দেবার ব্যবস্থা করেছে। মাসে মাসে পেনশন আর তাও মিলবে কোন সরকারি চাকরী ছাড়াই! অবাক হলেন, না একেবারেই অবাক হবার কিছু নেই। কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে যদি কোন স্বামী-স্ত্রী একসাথেই মাসে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকার পেনশন নিতে চান, তাহলে আপনার জন্য PMAPY একটি দারুণ প্রকল্প।
PMAPY প্রকল্প-এ কত টাকা পাওয়া যায় ?
APY (Atal Pension Yojana) প্রকল্পে যারা ১৮ থেকে ৪০ বছর বয়সী যারা করদাতা নন। তারা এই স্কিমে (APY Scheme) বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের অধীনে আপনি ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এটি লক্ষণীয় যে, এই প্রকল্পে সুবিধাভোগী রয়েছেন ৫ কোটিরও বেশি। আপনি যদি ১৮ বছর বয়সে প্রতি মাসে ৪২ টাকা বিনিয়োগ করেন তবে ৬০ বছর বয়সের পরে আপনি পেনশন হিসাবে ১০০০ টাকা পাবেন।
বৃদ্ধ বয়সে পেনশন নিশ্চিত করে PMAPY প্রকল্প :
এই Atal Pension Yojona তথা PMAPY একটি কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত স্কিম! প্রতিমাসে মাত্র ২১০ টাকা বিনিয়োগ করে নির্দিষ্ট সময় পরে রিটার্ন পান মাসে মাসে ৫০০০ টাকা। কেন্দ্রীয় সরকারের একটি দুর্দান্ত স্কিম অটল পেনশন যোজনা। এই স্কিমের উদ্দেশ্য হলো জনসাধারণের পেনশন নিশ্চিত করা। এই স্কিমে বিনিয়োগ করলে প্রতি মাসে পেতে পারেন পাঁচ হাজার টাকা। সমস্ত মানুষই চান বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে জীবনযাপন করতে। আর সে কারণেই কম বয়সে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করে রাখেন। দেশে টাকা ইনভেস্ট করার জন্য স্কিমের অভাব নেই।
আরও পড়ুন : http://এই মহিলাদের বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা! তালিকায় আপনার নাম নেই তো?
কারা PMAPY প্রকল্প-এ টাকা বিনিয়োগ করতে পারবেন?
ভারতবর্ষের ১৮ থেকে ৪০ বছর বয়সী নাগরিকরা এই স্কিমে (PMAPY) টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে এর জন্য বিনিয়োগকারীর নিজস্ব মোবাইল নম্বর, বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। আপনি যদি বৃদ্ধ বয়সে প্রতিমাসে পেনশন পেতে চান তবে কমপক্ষে আপনাকে কুড়ি বছর টাকা বিনিয়োগ করতে হবে। আপনার বয়স ৬০ বছর হলে প্রতিমাসে পাবেন পেনশনের টাকা। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে বিনিয়োগকারীর বয়স যদি আঠেরো বছর হয়, তবে প্রতিমাসে তাঁকে জমা দিতে হবে ২১০ টাকা। অর্থাৎ দৈনিক হিসেবে দাঁড়ায় সাত টাকা।
রিটার্ন পেতে পারেন ৪ লক্ষ টাকা :
এই যোজনার (PMAPY Scheme) আওতায় যারা আছে সেই আওতাধীন ব্যাক্তি ৬০ বছরের আগে মারা যান তাহলে সেই পরিস্থিতিতে তার জীবনসঙ্গী পেনশনের সুবিধা পেতে থাকবে। অন্যদিকে, যদি একজন ব্যক্তির স্বামী, স্ত্রী মারা যান, তাহলে সেখানে যে নমিনি হিসেবে থাকবে তাহলে সেই টাকা সেই ব্যক্তি কেই দেওয়া হবে। সেই টাকার পরিমান 8 লাখ পর্যন্ত হতে পারে।
এই যোজনায় টাকা বিনিয়োগের জন্য প্রথমে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে যেতে হবে। সেখানে অটল পেনশন যোজনা (PMAPY)-এর একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সেখানে অল্প অল্প করে টাকা জমা করতে হবে প্রতি মাসে। পরবর্তীতে প্রয়োজন হলে আপনি এই অ্যাকাউন্ট বিনিয়োগকারী বন্ধও করতে পারবেন। আবার, PMAPY আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস চেকও করতে পারবেন। PMAPY-র বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana লিঙ্কে।