পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) জারি হল বিশেষ নির্দেশিকা। এখন থেকে রাজ্যের সমস্ত মহিলারা আর পাবেন না লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) সুবিধা। আর এই খবরে চিন্তায় পড়েছেন রাজ্যের মহিলা মহল। মূলত ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের সুবিধার্থে একের পর এক প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। যার মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী ইত্যাদি প্রকল্প উল্লেখযোগ্য। তবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)।
Lakshmir Bhandar নিয়ে পরিবার কল্যাণ দফতরের বিশেষ ঘোষণা :
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আগেই নির্দেশিকা জারি করেছিল রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন মহিলাদের জন্য “লক্ষ্মীর ভাণ্ডার” (Lakshmir Bhandar) এর মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতর মহিলাদের প্রত্যেক মাসে ৫০০ টাকা করে ও এসসি-এসটি দের ক্ষেত্রে ১০০০ টাকা করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে। তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়ম বিধি তৈরি করেছে শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দফতর।
Lakshmir Bhandar-র সুবিধা পাচ্ছেন ১.৯৮ কোটিরও বেশি মহিলা :
এই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প মারফত রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতিমাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১০০০ টাকা করে পেয়ে থাকেন। বর্তমানে পশ্চিমবঙ্গের ১.৯৮ কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এবার লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) প্রাপকের সংখ্যা আরো বাড়তে চলেছে। মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য ইচ্ছুক মহিলাকে আবেদন করতে হবে।
আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্প-এ :
আবেদন পত্রের সঙ্গে আধার কার্ডের প্ৰতিলিপি, স্বাস্থ্য সাথী কার্ডের প্রতিলিপি, জাতিগত শংসাপত্রের প্রতিলিপি, ব্যাংক একাউন্ট ডিটেলস জমা দিতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে যে সকল দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) করা হয় সেই ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে তাদের। অথবা গ্রামাঞ্চলের মহিলারা বিডিও অফিস, শহরাঞ্চলের মহিলারা এসডিও অফিস এবং কলকাতার বাসিন্দারা পৌরসভাতেও আবেদন করতে পারেন। দুয়ারে সরকার ক্যাম্প-র বিষয়ে জানতে ক্লিক করুন https://ds.wb.gov.in/ লিঙ্কে।
করা পাবেন না Lakshmir Bhandar-র টাকা?
অধিকাংশ মহিলারা লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা পেলেও কয়েকজন মহিলা কোনোভাবেই এই প্রকল্পের টাকা পেতে পারেন না। সম্প্রতি সরকারি নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে। যে সকল মহিলারা কোনো সরকারি অথবা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন, এছাড়াও পঞ্চায়েত বা বিধিবদ্ধ কোন সংস্থা, পৌরসভা অথবা পৌরনিগম, স্থানীয় স্বশাসিত সংস্থা অথবা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে চাকরি করে মাইনে পেয়ে থাকেন, তারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না।
এর পাশাপাশি, যে সকল মহিলারা ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকেন তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। মূলত রাজ্যের প্রকৃত দরিদ্র মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) দ্বারা আর্থিক সহায়তা করতেই রাজ্য সরকারের তরফে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এই সকল মহিলারা ছাড়া সকলেই এই প্রকল্পের অধীনে টাকা পেয়ে যাবেন।
আরও পড়ুন : শুরু হয়ে গেল দুয়ারে সরকার! লোকসভার আগে এই কয়েকটি পরিষেবা হবে বাম্পার হিট
কারা Lakshmir Bhandar-এ আবেদনের উপযুক্ত?
২০২১-এর ফেব্রুয়ারিতে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা সরকারের কাছে থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজ্যে বসবাসকারী যে কোনও পরিবারের মহিলা সদস্য এই সুবিধা পাবেন। এই প্রকল্পে তপশিলি জাতি, আদিবাসী এবং জনজাতি পরিবারের মহিলারা মাসিক ১০০০ টাকা এবং সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পান। এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়।
Lakshmir Bhandar-এ আবেদন করবেন কীভাবে?
লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার সময়ে বেশ কিছু নথিও সঙ্গে জমা দিতে হয়। এই প্রকল্পের আবেদনপত্রর সঙ্গেই দিতে হয় স্বাস্থ্যকার্ডের কপি, আধার কার্ডের কপি, তপশিলি জাতি/ আদিবাসী জনজাতি শংসাপত্রের ফটোকপি। এইগুলিতেও আবেদনকারীকে সই করতে হবে। যারা আবেদন করবেন তাদের অবশ্যই নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদন পত্রে ব্যাঙ্কের অ্যাকাউন্ট-এর তথ্য উল্লেখ করতে হবে, সেই সঙ্গে ব্যাঙ্কের পাশ বইয়ে অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFS কোড, MCR কোড সহ অন্য দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার স্বপ্রত্যয়িত ফটোকপি বা জেরক্স কপি দিতে হবে। আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে । তিনি যে কোনওও সরকারি কোনওও সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় চাকরি করেন না এবং সেখান থেকে তার কোনওও আয় নেই এই মর্মে একটি ঘোষণাপত্রে সই করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জেনে নিন https://socialsecurity.wb.gov.in/login লিঙ্কে ক্লিক করে।