সঞ্চয় কি?
সঞ্চয় বলতে যেকোনো ব্যক্তির আয়ের এমন একটি অংশকে বোঝানো হয়ে থাকে যেটি তিনি বর্তমানে খরচ করছেন না এবং নিজের ও নিজের পরিবারের ভবিষ্যতকে সুরক্ষিত রাখার জন্য জমা করে রাখছেন।
সঞ্চয়ের প্রয়োজনীয়তা কিরূপ?
১. যেকোনো বিপদে সঞ্চয় প্রয়োজন হয়ে থাকে:- জীবনের যেকোনো সংকটে অর্থের প্রয়োজন অপরিসীম। তবে হঠাৎ আসা যেকোনো বিপদে তৎক্ষণাৎ অর্থের যোগান দিতে পারা রীতিমতো একটি চ্যালেঞ্জের বিষয়। আর এই সমস্যার একমাত্র সমাধান হল সঞ্চয়। আগে থাকতে কিছু কিছু করে টাকা সঞ্চয় করে রাখতে পারলে যেকোনো বিপদে আপনি অনায়াসে অর্থ ব্যয় করতে পারবেন এবং হঠাৎ করে অর্থ খরচ করার কারণে আপনাকে অর্থ সংকটের মুখেও পড়তে হবে না।
২. আয়ের উৎস:- আপনি যে টাকা সঞ্চয় করছেন সেই টাকা ব্যাংক কিংবা পোস্ট অফিসের যেকোনো স্কিমে বিনিয়োগ করার মাধ্যমে আয়ের একটি নতুন উৎস তৈরি করে নিতে পারেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক সহ ভারতীয় পোস্ট অফিসের এমন বেশ কিছু স্কিম রয়েছে যেগুলিতে বিনিয়োগের মাধ্যমে আপনি বাড়িতে বসে যথেষ্ট টাকা উপার্জন করে নিতে পারবেন। সুতরাং সঞ্চয় আপনাকে আয়ের নতুন পথ খুলে দেবে।
৩. ব্যবসায় হাতেখড়ি:- অনেক এমন ব্যক্তি রয়েছেন যারা ন’টা-পাঁচটার অফিস জব করতে মোটেই পছন্দ করেন না। কিন্তু হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকার কারণে তাদের ব্যবসার বদলে চাকরিতেই যোগ দিতে হয়। তবে এই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে সঞ্চয়। আপনি যদি আপনার মাইনে থেকে প্রত্যেক মাসে কিছু টাকা জমাত করতে পারেন এবং এভাবে প্রতিনিয়ত সঞ্চয়ের মাধ্যমে যথেষ্ট ভালো আমানতের টাকা সঞ্চিত করতে পারেন, তবে ওই টাকার মাধ্যমেই আপনি নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন।
আরও পড়ুন:- বিস্কুটের ব্যাবসা শুরু করে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করুন। বিস্তারিত জানুন।
৪. নিজস্ব বাড়ি তৈরি:- অনেকেরই নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন থাকে কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ করতে অনেকখানি সময় লেগে যায়। কিন্তু নির্দিষ্ট লক্ষ রেখে অর্থ সঞ্চয় করতে পারলে সঞ্চিত অর্থের মাধ্যমেই আপনি অত্যন্ত সহজে নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে পারবেন।
৫. দেশ ভ্রমণের চাহিদা পূরণ:- অনেকেরই দেশ ভ্রমণের ইচ্ছে থাকে কিন্তু দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রের খরচ মিটিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়ার সামর্থ্য থাকে না। কিন্তু সঞ্চয়ের মাধ্যমে আপনি অত্যন্ত সহজেই যেকোনো ক্ষেত্রে বেড়াতে যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা জমা করতে পারবেন এবং দেশভ্রমণের চাহিদা পূরণ করতে পারবেন।
৬. অবসর জীবনের প্রধান সম্বল সঞ্চয়:- অবসর গ্রহণের পর বাকি জীবন কিভাবে কাটাবেন তা নিয়ে সকলেই যথেষ্ট চিন্তা থাকে। যাদের ব্যবসা রয়েছে তাদের জন্য এই চিন্তা খুব একটা প্রাসঙ্গিক না হলেও যে সমস্ত ব্যক্তিরা কোনো না কোনো ক্ষেত্রে চাকুরিরত তাদের জন্য অবসর গ্রহণের পরবর্তী সময়ের চিন্তা যথেষ্ট প্রাসঙ্গিকতার দাবিদার। সুতরাং আপনিও যদি অবসরের পর নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চান তবে সময় থাকতেই পর্যাপ্ত পরিমাণ অর্থ সঞ্চয় করুন।
৭. ঋণ মেটানোর সহজ উপায়:- অনেকেই ব্যক্তিগত প্রয়োজনে কিংবা ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ করে থাকেন, কিন্তু পরবর্তীতে ঋণ মেটানোর সময় তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি অনেকক্ষেত্রেই সময়ে ঋণ না মিটিয়ে উঠতে পারার কারণে প্রচুর মানুষকে যথেষ্ট হয়রানির স্বীকার পর্যন্ত হতে হয়। তবে সহজে ঋণ মেটানোর উপায়ও রয়েছে, আর তা হল সঞ্চয়। সঞ্চয়ের মাধ্যমে আপনি প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা জমিয়ে পরবর্তীতে সেই টাকার মাধ্যমে ধীরে ধীরে ঋণ মেটাতে পারেন।
সুতরাং উপরোক্ত বিষয়গুলোকে নজরে রেখে বলা যায় যে, সঞ্চয় ছাড়া কোনো ব্যক্তি জীবনে সহজে অগ্রগণ্য হতে পারবেন না। এমনকি নিজস্ব গাড়ি, বাড়ি কিংবা গয়না থেকে শুরু করে দেশ ভ্রমণের ইচ্ছা পূরণ সমস্ত ক্ষেত্রে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয় একটি নির্দিষ্ট বয়সে অবসর গ্রহণের পর বাকি জীবনটা আরামে কাটানোর ক্ষেত্রেও সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম। সুতরাং আপনিও যদি নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তবে যত দ্রুত সম্ভব আপনার সামর্থ্য অনুসারে সঞ্চয় শুরু করুন।