ঘূর্ণিঝড়ের (Cyclone) জেরে শীতের আবহেই একবার তাণ্ডব শুরু করতে চলেছে বৃষ্টি (Rain)। মৌসম ভবন জানিয়েছে, ফের একবার অকাল বৃষ্টি দেখবে দেশের একাধিক রাজ্য। গুজরাট সহ একাধিক রাজ্য ইতিমধ্যেই দেখেছে শিলাবৃষ্টির দাপট। পাশাপাশি মৌসম ভবন আইএমডির (India Meteorological Department) রিপোর্ট আপাতত অন্ধ্রে এর প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
কলকাতার আবহাওয়া : আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিনদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
আগামীকালের আবহাওয়া : আগামী দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের তিনদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
নিম্নচাপের খবর : দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে।