বঙ্গোপসগরে নিম্নচপের ফলে হঠাৎ পরিবর্তন দক্ষিণবঙ্গে। রাজ্যে বেশ কিছুটা সময় ধরে (West Bengal) আবহাওয়া শীতল রয়েছে। রাজ্যের পারদ বেশ খানিকটা নিম্নমুখীই আছে। কলকাতা (Kolkata) শহরের পাশাপাশি দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গের (North Bengal) একের পর এক জেলার আবহাওয়ার পারদ হু হু করে কমে গিয়েছে।
রাজ্যের আবহাওয়া মোটের ওপর শুষ্কই রয়েছে। এদিকে যদিও আজ থেকেই রাজ্যে আবহাওয়া বদলের ইঙ্গিত দিলেন হাওয়া অফিসের পর্যবেক্ষক। আজ থেকেই শীতল আবহাওয়ার বদল ঘটবে । তবে কি ফের একবার বাংলার কপালে দুর্ভোগ ঘনিয়ে আসছে?
আজ সোমবার ,অর্থাৎ সপ্তাহের প্রথম দিন। আজ রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড় বার্তা দিলেন হাওয়া অফিসের পর্যবেক্ষকরা । ডিসেম্বর মাসের আগে আবারও নিম্নচাপের প্রভাব। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ অর্থাৎ সোমবার নিম্নচাপ তৈরি হবে আন্দামানসাগর ও বঙ্গোপসাগরে। দক্ষিণ আন্দামানসাগর ও দক্ষিণ থাইল্যান্ড সাগরে ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত থেকেই আগামী ১২ ঘণ্টায় বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তৈরি হতে পারে ঘূর্ণিঝড়ও।
ইতিমধ্যেই, জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। তাপমাত্রাও বাড়বে খানিকটা। যদিও বাংলায় শীতের প্রকোপ বজায় থাকবে। আগামী, বুধবার থেকেই রাজ্যের আকাশ মেঘলা হতে শুরু করবে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে, মৎস্যজীবীদের অবধি সতর্ক করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। এদিকে আজও কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচেই রয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন আপনি। এখন নিশ্চিয় ভাবছেন যে আজ বাংলার পারদ কত? তাহলে জানিয়ে রাখি, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি বেশি।