নতুন বছরে PM Kisan Yojana -র আওতায় থাকা কৃষকদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কৃষি ক্ষেত্রকে আরও মজবুত করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য ২০২৪ সালে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার ৬,০০০ টাকার বদলে ৯,০০০ টাকা পাবে কৃষকেরা। এর পাশাপাশি মিলবে ফসলের বীমার সুবিধা।
কী এই PM Kisan Yojana ?
গত কয়েক বছরে মহিলা ও কৃষকদের জন্য সরকার একাধিক যোজনা চালু করেছে ৷ তার মধ্যে কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় যোজনা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) ৷ এই যোজনায় বছরে ৬ হাজার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
PM Kisan Yojana-র শর্ত কী ?
এই যোজনার সুবিধা পাওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে ৷ ই-কেওয়াইসি না করা থাকলে আগামী কিস্তির টাকা পাবেন না কৃষকরা বলে অনেকদিন ধরেই সরকার জানিয়ে দিয়েছে ৷ দেশের কোটি কোটি কৃষকরা এখন ১৬তম কিস্তির টাকার অপেক্ষা করছে ৷
PM Kisan Yojana-য় বেড়েছে বরাদ্দ :
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) আওতায় প্রত্যেক কৃষককে বছরে ৬,০০০ টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। এই ফেব্রুয়ারিতে এই যোজনার ৫ বছর হতে চলেছে। আগামী ৫ বছরের জন্য কৃষকদের আয় ৫০ শতাংশ বাড়ানোর জন্য এখাধিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বাজেটে কৃষি ক্ষেত্রের জন্য মোটা অংকের টাকা বরাদ্দ করতে চলেছে সরকার।
আরও পড়ুন : বড় খবর ! চিট ফান্ডের টাকা ফেরৎ দিচ্ছে সরকার! এখুনি আবেদন জানান এই ভাবে
এবার ৯ হাজার টাকা পাবেন কৃষকরা :
সরকার ২০২৪-২৫ এর বাজেটে কৃষি ক্ষেত্রের জন্য প্রায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯ হাজার টাকা করা হতে পারে। অর্থাৎ, প্রতি মাসে ৫০০ টাকার বদলে প্রতি মাসে ৭৫০ টাকা করে পেয়ে যাবেন দেশের সকল কৃষকরা।
বীমা যোজনায় আসতে চলেছে একাধিক বদল :
কৃষকদের কথা মাথায় রেখে ফসল বীমা যোজনায়ও বেশ কিছু বদল করা হবে। ২০১৬ সালে চালু হওয়া এই যোজনার আওতায় অত্যন্ত কম প্রিমিয়ামে কৃষকদের ফসলের বীমা দেওয়া হয়। প্রিমিয়ামের মাত্র ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ কৃষকদের দিতে হয়, বাকি প্রিমিয়াম সরকারের তরফে দেওয়া হয়। এবারের বাজেটে ৩০ শতাংশের বেশি টাকা বরাদ্দ করা হতে পারে। তবে এখনও এই বিষয়ে কোনো জানা যায়নি যে, ১ ফেব্রুয়ারিতে হওয়া অন্তর্বর্তী বাজেটে এই টাকা বরাদ্দ হবে, না জুলাই মাসে পূর্ন বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://pmkisan.gov.in/ লিঙ্কে।