পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের তালিকার উল্লেখযোগ্য হল জাগো প্রকল্প (Jaago Prakalpa)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষের কল্যাণের জন্য অনেক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্প গুলি হল লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), কৃষক বন্ধু (Krishak Bandhu), যুবশ্রী (Yuvashree), কন্যাশ্রী (Kanyashree) প্রভৃতি। আজ এমন এক প্রকল্পের কথা জেনে নিন মাধ্যমে ৫০০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, মেয়ে এবং মহিলাদের জন্য বিভিন্ন সময় ধরে নানান ধরনের নতুন প্রকল্প চালু করেছেন। লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মহিলারা ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে পাচ্ছেন। মেয়েদের জন্য রয়েছে, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, শিক্ষাশ্রী প্রকল্প, মেধাশ্রী প্রকল্প, এবং ঐক্যশ্রী প্রকল্প। বিধবা মহিলাদের জন্য রয়েছে বিধবা ভাতা এবং বৃদ্ধ মহিলাদের জন্য রয়েছে বৃদ্ধ ভাতা।
কী এই Jaago Prakalpa?
পশ্চিম বাংলার কোন কোন শ্রেণীর মানুষরা এই জাগো প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে? জাগো প্রকল্পের (Jaago Prakalpa) সম্পর্কে এই সমস্ত উত্তর আপনারা এখানেই পেয়ে যাবেন। জাগো প্রকল্পের (Jaago Prakalpa) সুবিধা পেয়ে থাকেন স্বনির্ভর দলের সদস্যারা। এই জাগো প্রকল্পের জন্য আবেদন অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই করা যাবে। অফলাইনে আবেদন করার জন্য দুয়ারে সরকার শিবিরে এই প্রকল্পে আবেদনের ফর্ম পাওয়া যাবে।
Jaago Prakalpa-তে আবেদন কীভাবে করবেন ?
ওই ফর্ম নিয়ে এসে আবেদন করে আবার দুয়ারে সরকার শিবিরের গিয়ে জমা করে দিয়ে আসলেই এই Jaago Prakalpa এর সুবিধা পাওয়া যাবে। ১৫ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলায় দুয়ারে সরকার শিবিরের ক্যাম্প শুরু হয়ে গেছে। আপনার নিকটবর্তী এলাকায় কবে দুয়ারে সরকারের ক্যাম্প হবে সেটি দেখে ওই শিবিরে গিয়ে যোগাযোগ করতে পারেন জাগো প্রকল্পের আবেদনের জন্য।
Jaago Prakalpa-র শর্ত কী ?
- এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।
- মহিলাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- জাগো প্রকল্পের আবেদনের জন্য মহিলাটিকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
- ওই স্বনির্ভর গোষ্ঠীর কে এক বছর কাজ করে থাকতে হবে।
- স্বনির্ভর গোষ্ঠীর অন্তত ছয় মাসের পুরাতন একটি ব্যাংক একাউন্ট থাকা বাধ্যতামূলক।
- এই ব্যাংক একাউন্টে ন্যূনতম ৫০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে।
- এই সম্পর্কে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারবেন।
Jaago Prakalpa-তে কারা আবেদন করবেন?
যে সকল মহিলারা স্বনির্ভর গোষ্ঠীতে ইতিমধ্যেই নাম লিখেছেন তারাই এক মাত্র Jaago Prakalpa সুবিধা ভোগ করতে পারবেন। তবে কোনো পুরুষ এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। যে সকল মহিলারা এখনো স্বনির্ভর গোষ্ঠী খোলেননি তারা স্বনির্ভর গোষ্ঠী খোলার জন্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে এক্ষেত্রে মহিলাদের ১৮ বছর বয়স হতে হবে।
আরও পড়ুন : সোজা অ্যাকাউন্টে ৫০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার! এখনও না করলে করে ফেলুন এই ছোট্ট কাজ
কীভাবে আবেদন করবেন ?
জাগো প্রকল্পে নাম লেখাতে হলে সর্ব প্রথম আপনি অনলাইনে নাম লেখাতে পারেন। এই নতুন প্রকল্পের সুবিধা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে সরকারি অফিশিয়াল ওয়েবসাইট হলো shgsewb.gov.in. এই প্রকল্পের সমস্ত নিয়ম কানুন ও সুবিধা অসুবিধা জানতে পারবেন।
আবেদন করুন একটি মাত্র ফোন কলেই :
শুধুমাত্র একটি কলের মাধ্যমে আপনি জাগো প্রকল্পের সুবিধা পেতে পারেন। জাগো প্রকল্পের সুবিধা লাভের জন্য 77730 03003 এই নাম্বারে কল করুন। আপনার নম্বর লিপিবদ্ধ হয়ে গেলে, জাগো প্রকল্প কেন্দ্র থেকে সরকারি প্রতিনিধি আপনাকে ফোন করতে। এবং সেখান থেকে পরবর্তীতে আপনাকে কী কী করতে হবে আপনি জেনে যাবেন।