কৃষকবন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) নিয়ে চলে এল বড় আপডেট। শীতের বৃষ্টি দিশেহারা করে তুলেছে পশ্চিমবঙ্গের কৃষকদের। লাভদায়ী আলুচাষ এক প্রকার ধ্বংসের মুখে। চারিদিকে শুরু হয়েছে হাহাকার। এবার সেই ক্ষতেই কিছুটা প্রলেপ লাগানোর ব্যবস্থা করল রাজ্য সরকার। রাজ্যের উপযুক্ত ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়েই রইল আজকের প্রতিবেদন।
কত টাকা দেওয়া হচ্ছে Krishak Bandhu Scheme-এ ?
পশ্চিমবঙ্গ বাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইমাস থেকেই ন্যূনতম দুইহাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে। এদিন মঙ্গলবার শিলিগুড়ি তে দলীয় জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তির টাকা ইতিমধ্যেই যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।
Krishak Bandhu Scheme-এ রবিশস্যের টাকা দেওয়া শুরু হয়েছে :
কৃষক বন্ধু প্রকল্প সূচনার সময় ঊনচল্লিশ লাখ কৃষক এই প্রকল্পের আওতায় আসলেও বর্তমানে এক কোটি এক লক্ষ লোক এই প্রকল্পের অধীনে সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনো পর্যন্ত সতেরো হাজার একশত একাশি কোটি টাকা কৃষকদের প্রদান করেছে রাজ্য সরকার। চলতি বছরে রবিশস্যের দুই হাজার আটশত ছয় কোটি টাকা কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই দিতে শুরু করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন : মাসে ৩০০০ টাকা দিচ্ছে মোদি সরকার! এই কার্ড থাকলেই মুশকিল আসান! কীভাবে আবেদন করবেন?
২ কিস্তিতে টাকা দিচ্ছে Krishak Bandhu Scheme :
কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতায় ন্যূনতম ২ একর জমি রয়েছে এমন চাষীদের বছরে দুই কিস্তিতে মোট দশ হাজার টাকা এবং তার কম জমি রয়েছে বা ভাগচাষীদের মোট চার হাজার টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। এবার কৃষক বন্ধু প্রকল্পের শীতকালীন মরশুমি ফসলের কিস্তির ২০০০ বা ৫,০০০ (যারা যেটাতে প্রযোজ্য) টাকা রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢোকা শুরু করেছে। যারা এখনো টাকা পাননি তারা একটু অপেক্ষা করুন। কিছুদিনের মধ্যেই সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা দিয়ে দেবে সরকার।
কারা কারা Krishak Bandhu Scheme-এ টাকা পাওয়ার যোগ্য ?
এই প্রকল্পের ক্ষেত্রে নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা প্রয়োজনঃ
- আবেদনকারীকে একজন কৃষক হতে হবে।
- আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন।
- যে সমস্ত কৃষকদের চাষযোগ্য জমি আছে বা রেকর্ড অফ রাইট্স (RoR), পাট্টা বা ফরেস্ট পাট্টা রয়েছে এবং নথিভুক্ত ভাগচাষিরা হলেন এই প্রকল্পের যোগ্য।
- ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো কৃষক বা নথিভুক্ত ভাগচাষীর (শেয়ার ক্রপার) মৃত্যু হলে, মৃত ব্যক্তির আইনগত উত্তরাধিকারী এককালীন অনুদান পাওয়ার যোগ্য হবেন।
- আরও বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন :
- সরাসরি হেল্পলাইন নম্বরঃ 8336957370/ 6291720406 (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)
- ই-মেলঃ [email protected]
কীভাবে Krishak Bandhu Scheme-এর স্ট্যাটাস চেক করবেন কীভাবে ?
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে সহজেই চেক করা সম্ভব। আপনাকে অফিসিয়াল পোর্টাল krishakbandhu.net খুলতে হবে এবং ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ তে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার, ভোটার বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করে আপনি স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন।