কামাল দেখাচ্ছে OLA Cab। নিজের বাইক থাকলেই এবার মুশকিল আসান। চাকরির বাজার খুব খারাপ। সরকার নিয়োগের পরিমাণ কমিয়ে দিয়েছে। বেসরকারি সংস্থায় যত নিয়োগ হচ্ছে অটোমেশনের হাত ধরে তার থেকে বেশি ছাঁটাই হচ্ছেন কর্মীরা। এই অবস্থায় বেঁচে থাকতে হলে রোজগারের জন্য স্বনিয়োজিত হওয়া ছাড়া আর দ্বিতীয় উপায় নেই। অন্তত যারা পড়াশোনায় বিশাল মেধাবী নয় তাদের ক্ষেত্রে কালবিলম্ব না করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা এক্ষুণি শুরু করে দেওয়া উচিত।
OLA Cab Service :
আজ ক্যাব পরিষেবা ব্যবসা (OLA Cab) সম্পর্কে আপনাদের জানাবো। এমনিতে যে কোনো প্রকার ব্যবসা শুরু করার জন্য ১ লক্ষ টাকা মতো প্রয়োজন। কোনো দোকান খুলতে গেলেও প্রতি মাসে হাজার হাজরা টাকা খরচ করতে হয়। এমন পরিস্থিতিতে সকলের পক্ষে অনেক পুঁজি নিয়র ব্যবসা শুরু করতে পারেন না। তাই যাদের পুঁজি কম, যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন তাদেরকে জন্য ব্যাক্তিগত ক্যাব পরিষেবা (OLA Cab) ব্যবসাটি দুর্দান্ত। এটি মাত্র ৭০ হাজার টাকা দিয়েই শুরু করা যায় এবং প্রতি মাসে ৩০ হাজার টাকা আয় করা সম্ভব।
নিজের বাইক থাকলেই হবে OLA Cab-র ব্যবসা :
বড় বড় শহরগুলিতে ক্যাব ব্যবসা (OLA Cab) বেশ প্রচলিত। আজকাল মানুষ সময় বাঁচাতে চায়, আর তাই অনেকেই বাস ট্রামের পরিবর্তে ব্যাক্তিগত ক্যাব পছন্দ করেন। দিন দিন রাস্তায় ক্যাবের চাহিদা বাড়ছে। কারণ ক্যাব অনেক কম সময়ে যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছে দেয়। এই পরিস্থিতিতে আপনিও এই ব্যবসা শুরু করে মোটা টাকা আয় করতে পারেন। বিশেষ বিষয় হলো বর্তমানে চার চাকার পাশাপাশি দুই চাকার মোটর বাইক ক্যাবগুলিও বেশ জনপ্রিয় হচ্ছে। এই ব্যবসা শুরু করার জন্য বেশি কিছু করার দরকার নেই। শুধু মাত্র আপনার বাইকটি বেসরকারি ক্যাব পরিষেবা সংস্থার সঙ্গে যুক্ত করতে হবে। ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই আপনি উপার্জন করতে শুরু করবেন।
আরও পড়ুন : PAN Card না থাকলে এবার পড়বেন বিপদে! বাড়িতে বসেই এবার সেরে ফেলুন আবেদন
OLA Cab-র ব্যবসায় কেমন রোজগার হবে ?
বর্তমানে ক্যাব পরিষেবা সংস্থা গুলির মধ্যে জনপ্রিয় স্থানে রয়েছে OLA। এই OLA সংস্থার সঙ্গে আপনি আপনার বাইক যুক্ত করতে পারেন। যদি বাইক না থাকে তাহলে ৭০ থেকে ৭৫ হাজার টাকা দিয়ে বাইক কিনে নিতে হবে। এটাই আপনার বিনিয়োগ। এবার প্রতি দিন যদি ১০ টি করে রাইড করেন এবং এক একটি রাইডের ভাড়া ১০০ টাকা করে হলে প্রতিদিন আপনি ১০০০ টাকা উপার্জন করতে পারেন। এবারে এ থেকে পেট্রোলের খরচ বাদ দিলে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা লাভ থাকবে। অর্থাৎ মাস শেষে ২৪,০০০ থেকে ৩০,০০০ টাকা উপার্জন করতে পারবেন।
রোজগারের কীভাবে হয় ?
ধরুন আপনি প্রতিদিন ১০ টি করে রাইড পান। প্রতিটি রাইডে ১০০ টাকা করে আয় হয়। সেক্ষেত্রে আপনার দৈনিক আয় হল ১,০০০ টাকা। এবার এতে আলাদা করে খরচও আছে আপনার। কারণ বাইকে তেল ভরতে হবে। এক্ষেত্রে তেলের খরচ ২০০-৩০০ টাকার মধ্যে হবে। ফলে দেখা যাচ্ছে আপনার মাসের শেষে ২১,০০০-২৪,০০০ টাকার মতো আয় হতে পারে।
এবার আপনি যদি দৈনিক ৯-১০ ঘণ্টা করে এই অনলাইন সার্ভিস পোর্টালগুলোয় বাইক চালান সেক্ষেত্রে দৈনিক ১৫ টার কাছাকাছি রাইড পাওয়া যায়। ফলে সমস্ত খরচপাতি বাদ দিয়েও আপনার আয় এক হাজার টাকার বেশি হয়ে যেতে পারে। ফলে সহজেই আপনি মাসিক ৩০ হাজার টাকা রোজগার করতে পারবেন। এছাড়াও Ola, Uber, rapido তাদের পার্টনার অর্থাৎ পোর্টালে বাইক সার্ভিস প্রদানকারীদের বোনাস দিয়ে থাকে। ফলে বেকারদের কাছে এখন এটা একটি বিকল্প পেশা হিসেবে দ্রুত উঠে আসছে।
কীভাবে যুক্ত হবেন এই পেশায় ?
Ola-এর সঙ্গে যুক্ত হয়ে বাইক পরিষেবা দিতে চাইলে https://partners.olacabs.com এই লিঙ্কে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে নিজের নাম নথিভুক্ত করুন। আসলে Ola-এর মতোই Uber, rapido এদেরও পার্টনার অ্যাপ আছে। সেটি প্লে-স্টোর থেকে ইন্সটল করে নিজের নাম নথিভুক্ত করতে হয়।