AC Local Train : গরিব হোক কি বড়োলোক ভারতীয় রেল (Indian Railways) সবার জন্যে!সমাজের সব ধরণের মানুষের কথা ভেবে স্বল্প ব্যয়ে ট্রেনেরও ব্যবস্থা করতে পিছপা হননি ভারতীয় রেল। সময়ের সাথে সাথে ভারতীয় রেল কিন্তু নিজেদের সাধ্যের মধ্যেই বহু নতুনত্ব ট্রেনের উপহার দিয়েছেন মানুষকে।
প্রায় ১১৪,৫০০ কিলোমিটার ট্র্যাকের একটি বিস্তৃত নেটওয়ার্ক এবং প্রায় ৭৫০০ স্টেশনের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের। যা তাকে বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থার মধ্যে চতুর্থ স্থান অধিকার করতে সাহায্য করেছে। পশ্চিমবাংলার দুটো রেলওয়ে স্টেশন হাওড়া (Howrah), শিয়ালদহকে (Sealdah) কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবিকা নির্বাহিত হয়।
এবারে পশ্চিমবাংলাকে ভারতীয় রেল উপহার করছে মুম্বাইয়ের মতো ফার্স্ট ক্লাস কামরাযুক্ত এসি ট্রেন। এছাড়া ট্রেনের গায়ে থাকবে বিভিন্ন ধরনের নকশাও, যা মানুষকে আরও আকর্ষিত করবে বলে মনে করা হচ্ছে। ডিভিশনের মুকুটেই এই নতুন পালক যোগ হতে চলেছে। যা শিয়ালদাহকে আরো বেশি সমৃদ্ধ করে তুলবে।
আরও পড়ুনঃ পড়ুয়াদের পর এবার রাজ্যের মহিলাদেরও স্মার্টফোন দেবেন মুখমন্ত্রী! বিরাট ঘোষণা সরকারের
কিন্তু সমস্যাটা হলো ট্রেনের নূন্যতম ভাড়া নিয়ে। যা শুনে সাধারণ মানুষের থ হওয়ার জোগাড়! পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, রানাঘাট-শিয়ালদা-রানাঘাট মাতৃভূমি লোকালে একটি প্রথম শ্রেণির কামরা যুক্ত করা হবে। এছাড়া বাদ বাকি কামরাগুলি আগের মতোই থাকবে।
বর্তমানে শিয়ালদহ থেকে রানাঘাট যেতে যাত্রীদের খরচ হয়ে থাকে ২০ টাকা। সেখানে এই এসি ট্রেনে খরচ হবে ১৭৮ টাকা! আর আপনি যদি মান্থলি টিকিট কাটতে চান তার জন্যে আপনাকে খরচ করতে হবে মাসে ১২০০ টাকা। রেল থেকে জানানো হয়েছে ১৫ অক্টোবর থেকে চালু হবে এই নতুন ট্রেন।