ব্যাঙ্কে টাকা রাখা অনেকটাই পুরনো চিন্তা-ভাবনা। বর্তমান প্রজন্ম ঝুঁকছে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগের দিকে।ঝুঁকি (Risk) বেশি হলেও দিতে পারে বড় রিটার্ন (Return) । লাভের (Profit) অঙ্কে এরাই মার্কেট (Stock Market) কিং। চলতি বছরে স্মল ক্যাপ স্টকগুলি (Stock Market) দিয়েছে ৫৬ শতাংশ পর্যন্ত লাভ। ভারতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। HDFC AMC-এর প্রধান নবনীত মানোট একটি বিনিয়োগকারীর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ডে প্রতিমাসে ১০ হাজার টাকার SIP করে ১৫ কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব।
Mutual Fund-এ ১০ হাজার টাকার SIP-তে পেয়ে যান ১৫ কোটি রিটার্ন :
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে যেকোনো ব্যাঙ্কের FD-র তুলনায় অধিক লাভবান হওয়া সম্ভব। HDFC AMC-এর প্রধান নবনীত মানোট জানিয়েছেন যে HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড গত ২৫-৩০ বছরে ১৮-১৯ শতাংশ বার্ষিক রিটার্ন দিয়েছে। তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে, যদি কোনো বিনিয়োগ করি এই ফান্ডে মাসিক ১০ হাজার টাকার SIP করত, তাহলে এখন তার মূলধন বেড়ে ১৫ কোটি টাকা হতো।
আরও পড়ুন : আধার কার্ডে জন্ম তারিখ রয়েছে নাকি? আজই জমা করুন এই কাগজ! না হলেই বড় বিপদ
হুহু করে বাড়ছে Mutual Fund-এ বিনিয়োগের আগ্রহ :
মিউচুয়াল ফান্ডে ঝুঁকির ভয়ে অনেকেই বিনিয়োগ করতে পছন্দ করে না। কিন্তু একবার বিনিয়োগকারীদের সংখ্যা খুব উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছর আগে থেকে টেকনোলজি উন্নত হওয়ায় Mutual Fund-তে বিনিয়োগ করা আরও সহজ হয়ে গেছে, এর ফলেও বিনিয়োগকারীদের সংখ্যা অনেকটা বেড়েছে। মিউচুয়াল ফান্ডে মাসিক SIP র পরিমাণ ১৭,০০০ কোটি ছাড় হয়েছে বলে জানিয়েছেন এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি এবং সিও নবনীত মানোট। গত তিন বছর আগে যার পরিমান ছিল প্রায় এর অর্ধেক।
বিনিয়োগের পরিমাণ ১৭০০০ কোটি :
এছাড়াও নবনীত মানোট বলেছেন যে আগামী ৩ বছরে এর পরিমাণ ডবল হয়ে যাবে। এর কারণ হলো উচ্চ গতিতে বাড়া বিনিয়োগকারীদের সংখ্যা। মাসে বিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছাতে মিউচুয়াল ফান্ড শিল্পের প্রায় ২৫ বছর সময় লেগেছে। মাসে ৪০০০ কোটি টাকা বিনিয়োগের পরিমান ছিল ২০১৭ সালে, যা ২০১৮ তে বেড়ে ৮০০০ কোটি টাকা হয়েছিল এবং ২০২৩ সে মাসিক SIP র পরিমাণ ১৭,০০০ কোটির বেশি। বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.hdfcfund.com/ লিঙ্কে।