বলি অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan) সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পোস্টের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। সম্প্রতি বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ভাইরাল গান “আমাদের বকুল তলায় ভিড় জমেছে” গানের সাথে লিপ সিঙ্কিং করে বিদ্যা জানিয়েছেন একটি দারুণ সুখবর। যা তাঁর ভক্তদের জন্য বিশেষ প্রাপ্তি।
বিদ্যা জানান, আগামী ২৯ আগস্ট ফের রি-রিলিজ হতে চলেছে সেই বিখ্যাত ছবি ‘পরিণীতা’, যা দিয়ে শুরু হয়েছিল তাঁর বলিউডের যাত্রা। এই ছবিটিতে তিনি সঞ্জয় দত্ত ও সইফ আলি খানের মতো বড় বড় তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন। সেই সময়ে ছবিটি বক্স অফিসে বড় সফলতা অর্জন করেছিল। বিদ্যার কেরিয়ারও নতুন উচ্চতায় পৌঁছেছিল ‘পরিণীতার’ সাফল্যের পর। বর্তমানে এই ছবি ফের মুক্তি পাওয়ায় অভিনেত্রী খুবই আনন্দিত।
নায়িকার বাঙালি ভাষা ও সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগ থাকার কথা আমরা সবাই জানি। তাঁর অভিনয়ের শুরুটাও হয়েছিল এই বাংলা সিনেমার হাত ধরেই। তাই এই উদ্যোগের ফলে শুধু যে তাঁর আনন্দের প্রকাশ তা নয়, এটি তাঁর বাংলার প্রতি ভালোবাসা ও আত্মিক সংযোগেরও প্রতিফলন। তাই বাঙালি পরিচালকের ছবি রি-রিলিজ অনেকের মনে পুরানো স্মৃতি ফিরিয়ে আনবে আর নতুন প্রজন্মকেও এই মাস্টারপিস দেখার সুযোগ দেবে।।
তাই সবাই অপেক্ষায় আছেন, আগামী ২৯ আগস্ট ‘পরিণীতা’ আবারও দর্শকমহলে কেমন মাতাবে। বলিউডের সফল যাত্রার শুরু হয়েছিল যে বাংলা সিনেমা মধ্যে দিয়ে, আজ সেই ছবির প্রতি বিদ্যার সম্মান জানানোর এই অভিনব উদ্যোগ যেমন মিষ্টি ছিল, তেমনি ইন্সপায়ারিং। অভিনেত্রীর বাংলার প্রতি এই টান ছুঁয়ে গেছে অনেকেই মন, তাই আগামী দিনে রি-রিলিজের প্রতীক্ষায় যেন ভক্তসমাজ আরও উৎসাহী হয়ে আছে।