ভাদ্র মাসের শুরুতেই পশ্চিমবঙ্গের আবহাওয়ায় (Weather) আবার নতুন করে বৃষ্টির প্রবাহ দেখা দিচ্ছে। কলকাতা এবং তার আশপাশের জেলা সহ গোটা রাজ্যে গত কয়েকদিন ধরে আবহাওয়ায় পরিবর্তনের ছাপ স্পষ্ট। কিছুদিন আগেই বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপটি ওড়িশা উপকূলের গোপালপুরের দিকে এগিয়ে গেলেও, তার সরাসরি প্রভাব বাংলার ওপর পড়ছে না। তবুও মৌসুমী অক্ষরেখা এবং সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পের কারণে রাজ্যে বৃষ্টির প্রবণতা কমার কোনও লক্ষণ আপাতত নেই।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হাওয়া। যার ফলে এইসমস্ত জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অযথা ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয়দের।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতিও বেশ কিছুটা একই ধরনের। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের আট জেলায় আগামী দুইদিন ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের পরামর্শ— নদীর কাছে না যাওয়া এবং সতর্ক থাকা। কারণ, প্রবল বৃষ্টির কারণে কিছু স্থানে জলস্তরের বৃদ্ধি হতে পারে।
সার্বিকভাবে দেখলে, নিম্নচাপ কমলেও বঙ্গের আকাশে এখনই বৃষ্টির বিরতিহীনতা কমার সম্ভাবনা কম। তাই মানুষকে বিশেষত ওই এলাকা গুলিতে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে রাস্তা ও চলাচলে সম্ভাব্য দুর্ঘটনার প্রতিরোধে সব সময় সাবধান থাকা উচিত। এই আবহাওয়া শরৎ কাল আসার আগাম সংবাদ নিয়ে আসছে, যা কিছুটা আতঙ্কিত করলেও কৃষি ও প্রকৃতির জন্য আশাব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে।
সর্বোপরি, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই অঞ্চলেই পরবর্তী কয়েকদিন বৃষ্টির প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই সাধারণ মানুষকে সাবধান ও প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে। আবহাওয়ার খুঁটিনাটি আপডেটের জন্য নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশিকায়।