সম্প্রতি কলকাতার (Kolkata) পরিবহনে আসছে এক নতুন অধ্যায়। বহু বছরের অপেক্ষার পর অবশেষে শহরের বিমানবন্দর এখন সরাসরি মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। ভাবুন তো ত্রাসের মতো যানজটে বসে নেই, ট্যাক্সি বা প্রিপেইড কাউন্টারে ভিড় নেই, আর মিনিটে মিনিটে সময় গুনতে হচ্ছে না। আগামী শুত্রুবার অর্থাৎ ২২ আগস্ট কলকাতার মানুষের এই স্বপ্নই পূরণ করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প, যার মধ্যে রয়েছে বিমানবন্দর মেট্রো স্টেশন।
কোন কোন রুট চালু হচ্ছে মেট্রো
প্রথম ধাপে যাত্রীদের জন্য খোলা হচ্ছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ নতুন করিডর। এর পাশাপাশি কার্যকর হতে চলেছে রুবি থেকে বেলেঘাটা এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সেক্টর-৫ পর্যন্ত অংশবিশেষ। ভবিষ্যতে বিমানবন্দর করিডরকে আরও বাড়িয়ে বারাসাত পর্যন্ত প্রসারিত করা হবে। বিশেষত্ব বিমানবন্দর মেট্রো স্টেশন তৈরি হচ্ছে এমনভাবে যেখানে দুই করিডরের সংযোগ একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ যাত্রীরা খুব সহজেই রুট পরিবর্তন করতে পারবেন।
ভাড়া কত পড়বে
বিশেষ সূত্র অনুযায়ী, নতুন রুটে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা, আর সর্বাধিক ৭০ টাকা।
কিছু উদাহরণ দেখে নিন—
বিমানবন্দর → যশোর রোড : ৫ টাকা
বিমানবন্দর → দমদম ক্যান্টনমেন্ট : ১০ টাকা
বিমানবন্দর → নোয়াপাড়া : ২০ টাকা
বিমানবন্দর → চাঁদনি চক / এসপ্ল্যানেড : ৪০ টাকা
বিমানবন্দর → কবি সুভাষ : ৪৫ টাকা
বিমানবন্দর → রুবি : ৬৫ টাকা
বিমানবন্দর → হাওড়া : ৫০ টাকা
বিমানবন্দর → সেক্টর-৫ (করুণাময়ী) : ৭০ টাকা
কলকাতার জন্য ঐতিহাসিক মুহূর্ত
নতুন মেট্রো পরিষেবা শুরু হলে কলকাতা মেট্রো ঢুকে পড়বে সেই বিশেষ ক্লাবে, যেখানে ইতিমধ্যেই আছে মুম্বই, দিল্লি, লখনউ ও চেন্নাই— অর্থাৎ ভারতের পাঁচ নম্বর শহর হিসেবে বিমানবন্দর যুক্ত হচ্ছে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে। আর এর মধ্যেই বিমানবন্দর মেট্রো স্টেশন হয়ে উঠছে এশিয়ার অন্যতম বৃহত্তম আন্ডারগ্রাউন্ড স্টেশন।
এই প্রকল্পের ফলে সাধারণ মানুষ যেমন সুফল পাবেন, তেমনি ব্যবসা, পর্যটন ও শহরের আর্থিক কর্মকাণ্ডও আরও গতি পাবে। বলা যায়, কলকাতার পরিবহন মানচিত্রে এটি এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছনো হবে দ্রুত ও ঝামেলা-মুক্ত। ট্যাক্সি বা ক্যাবের ওপর নির্ভরতা কমবে, ফলে যাত্রীদের সময় ও খরচ দুটোই বাঁচবে।