কলকাতার (Kolkata) যাত্রীদের জন্য এ বার আরও স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সন্ধ্যা থেকেই চালু হচ্ছে বহু প্রতীক্ষিত হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। তবে অন্য দুটি নতুন রুটে উঠতে গেলে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও দু’-তিন দিন—এমনটাই জানাল মেট্রো কর্তৃপক্ষের বৃহস্পতিবার রাতের বিজ্ঞপ্তিতে।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরের নতুন তিনটি মেট্রো করিডরের উদ্বোধন করবেন। উদ্বোধনের ঠিক পরেই অর্থাৎ আজ সন্ধ্যা ৬টা থেকে যাত্রীরা হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে মেট্রো চড়তে পারবেন। পরের দিন, শনিবার থেকে সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত নিয়মিত যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা এই রুটে। প্রতিদিন এই পথে মোট ১৮৬টি মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে, রবিবারও পরিষেবা বন্ধ থাকবে না।
এর পাশাপাশি, অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনের যাত্রার ক্ষেত্রেও দিল আশার খবর মেট্রো। আগামী সোমবার ২৫ শে অগাস্ট কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে চলেছে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত। এই লাইনে রোজ মোট ৬০টি পরিষেবা দেওয়া হবে। এখানে গুরুত্বপূর্ণ দিক হল, বাইপাসের ধারে অবস্থিত বিভিন্ন বড় হাসপাতালগুলিতে রোগী ও চিকিৎসা-সংক্রান্ত যাত্রীদের সহজ যাতায়াত নিশ্চিত করবে এই রুট।
অন্যদিকে সেই একই দিনে চালু হবে নোয়াপাড়া থেকে নতুন জয়হিন্দ বিমানবন্দর মেট্রো লাইনও। নিত্য সকাল ৭টা ৫৮ মিনিট থেকে রাত ৮টা ১০ মিনিট পর্যন্ত এই লাইনে প্রতিদিন প্রায় ১২০টি পরিষেবা চালু থাকবে। ফলে দমদম থেকে বিমানবন্দর যাতায়াতে আরও সুবিধাজনক হয়ে উঠবে যোগাযোগ ব্যবস্থা।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই তিনটি নতুন রুট একসঙ্গে কার্যকর হলে উত্তর-দক্ষিণ ও ইস্ট-ওয়েস্ট উভয় দিকেই যাত্রীদের চাপ অনেকটাই ভাগ হয়ে যাবে। বিশেষ করে যাঁরা নিয়মিত রুবি, নিউ গড়িয়া অথবা বিমানবন্দর গমন করেন, তাঁদের যাত্রা উল্লেখযোগ্যভাবে সহজ হয়ে উঠবে। শহরবাসীর কাছে তাই শুক্রবার থেকে সোমবার—এই চার দিন গণপরিবহনের নতুন অধ্যায় শুরুর দিন হিসেবেই দেখা হচ্ছে।